শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

উড়োজাহাজের বিনিময়ে স্যাটেলাইট বানাতে সহায়তা দেবে ফ্রান্স

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৪০ অপরাহ্ন, ২৪শে জুন ২০২৪

#

ছবি: সংগৃহীত

বিমানের কাছে এয়ারবাসের উড়োজাহাজ বিক্রির প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে চায় ফ্রান্স। তবে উড়োজাহাজের বিনিময়ে বাংলাদেশকে স্যাটেলাইট বানাতে দেশটি সহায়তা করবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

সোমবার (২৪শে জুন) সচিবালয়ে উড়োজাহাজ বিক্রির প্রক্রিয়া সম্পন্ন করতে তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন ফরাসি রাষ্ট্রদূত মারি মাসদুপুই। বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা জানান প্রতিমন্ত্রী।

আরো পড়ুন: সিংহ ব্যবহার করছে অ্যাপল ওয়াচ!

বর্তমানে বিমানের বহরে থাকা ২১টি উড়োজাহাজের ১৬টিই মার্কিন প্রতিষ্ঠান বোয়িংয়ের তৈরি। দীর্ঘদিনের মার্কিন আধিপত্যে এবার প্রথমবারের মতো ভাগ বসাচ্ছে ফ্রান্স। ফরাসি প্রেসিডেন্টের ঢাকা সফরের সময় ১০টি এয়ারবাস কেনার প্রতিশ্রুতি দেয় বাংলাদেশ। এরপরই উড়োজাহাজ বিক্রি করতে বোয়িং ও এয়ারবাসের আড়ালে শুরু হয় ফ্রান্স-আমেরিকা দ্বৈরথ।

তবে এই যাত্রায় বোয়িংকে পেছনে ফেলে বাংলাদেশ বিমানের কাছে উড়োজাহাজ বিক্রির সুযোগ পাচ্ছে এয়ারবাস। সোমবারের বৈঠকে এই প্রক্রিয়া সম্পন্ন করতে তাগাদা দেন ফরাসি রাষ্ট্রদূত।

এই ব্যাপারে তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জানান, বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ ছাড়াও আরও ৪ থেকে ৬টি স্যাটেলাইট তৈরি করবে বাংলাদেশ। এয়ারবাসের উড়োজাহাজ বিক্রির বিনিময়ে বাংলাদেশি কর্মীদের মাধ্যমে এসব স্যাটেলাইট বানাতে কারিগরি ও আর্থিক সহায়তা দেবে ফ্রান্স।

এইচআ/ 


তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এয়ারবাস ক্রয়

খবরটি শেয়ার করুন