শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

চাঁদপুরে ১৫ জেলের কারাদণ্ড

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৫৭ পূর্বাহ্ন, ২৮শে ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি : সংগৃহীত

চাঁদপুরে জাটকা ধরার অপরাধে ১৫ জন জেলেকে বিভিন্ন মেয়াদে ভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহজাহান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব জেলেদের কারাদণ্ড দেন।

মঙ্গলবার (২৭শে ফেব্রুয়ারি) মেঘনার বিভিন্ন এলাকায় বিশেষ কম্বিং অপারেশনে জেলেদের ধরা হয়।  

বুধবার (২৮শে ফেব্রুয়ারি) এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান।

আরো পড়ুন: বিশ্ববিদ্যালয়ের এই ছাত্র রাতে চালান রেস্টুরেন্ট, দিনে ক্লাস-পরীক্ষা

তিনি বলেন, বুধবার বিকাল ৩টা হতে রাত ১০টা পর্যন্ত ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ৩টি স্পিডবোট নিয়ে মোহনা এলাকার মিনি কক্সবাজার, রাজরাজেশ্বর, মোহনপুর এলাকায় পদ্মা ও মেঘনা নদীতে অভিযান পরিচালনা করা হয়। 

এসময় কাঁচিকাটা নামক স্থান থেকে জাটকা ধরা অবস্থায় ১৫ জেলেকে আটক করা হয়। অভিযানে ১ লাখ মিটার কারেন্টজাল, ৫টি বেহুন্দি জাল, ৫ কেজি জাটকা এবং একটি মাছ ধরার নৌকা জব্দ করা হয়।

এইচআ/ 

জেলে কারাদণ্ড ভ্রাম্যমাণ আদালত

খবরটি শেয়ার করুন