মঙ্গলবার, ২৭শে আগস্ট ২০২৪ খ্রিস্টাব্দ
১২ই ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

‘বাংলা ব্লকেডে’ জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২৩ অপরাহ্ন, ৮ই জুলাই ২০২৪

#

ছবি: সংগৃহীত

কোটা সংস্কারের আন্দোলনের অংশ হিসেবে দেশব্যাপী ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালনে দ্বিতীয় দিনের প্রস্তুতি নিচ্ছেন শিক্ষার্থীরা। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং গুরুত্বপূর্ণ এলাকায় সড়ক-মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করবেন শিক্ষার্থীরা। রোববারের পর সোমবারও (৮ই জুলাই) শিক্ষার্থীদের এ কর্মসূচি চলবে বলে ঘোষণা দেয়া হয়েছে।

রাজধানীর ঢাকা কলেজের প্রধান ফটক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের সামনে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা গণমাধ্যমকে বলেন, আমরা কোটার বিরোধিতা করছি না। আমরা কোটা সংস্কারের জন্য আন্দোলনে নেমেছি। আর কোটার কারণে মেধাবী শিক্ষার্থীরা পিছিয়ে যাচ্ছে।


এ আন্দোলনের সমন্বয়করা গণমাধ্যমকে জানান, রোববার শাহবাগ থেকে কারওয়ান বাজার পর্যন্ত রাস্তা অবরোধ করা হলেও সোমবার ফার্মগেট পার হয়ে বিভিন্ন মোড়ে অবস্থান নেবেন তারা। বেলা সাড়ে ৩টা থেকে তাদের কর্মসূচি শুরু হবে।

সরকারি চাকরিতে কোটা বাতিল এবং ২০১৮ সালে সরকারের জারি করা পরিপত্র পুনর্বহালসহ চার দফা দাবি আদায়ে রোববার (৭ই জুলাই) ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

এইচআ/ 

বাংলা ব্লকেড কোটা সংস্কারের আন্দোলন

খবরটি শেয়ার করুন