সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

এক লেবু ১৩ টাকায় বিক্রি, ৫০ হাজার টাকা জরিমানা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১৭ অপরাহ্ন, ১১ই মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

প্রতিবছর রমজান মাস আসতে না আসতেই বাজারে অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য শুরু হয়ে যায়। এরই প্রেক্ষিতে আসন্ন রমজানকে ঘিরে সপ্তাহ ব্যবধানে চট্টগ্রামের বাজারে লেবুর দাম বেড়েছে প্রায় দ্বিগুণ। যেখানে পাঁচ টাকার লেবু বিক্রি হচ্ছে ১২ থেকে ১৩ টাকায়।

অতিরিক্ত দাম নেওয়ায় নগরের এক বিক্রেতাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (১১ই মার্চ) সকালে নগরের স্টেশন রোড এলাকায় অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের উপ-পরিচালক ফয়েজ উল্লাহ। এসময় তাকে সহায়তা করেন সহকারী পরিচালক আনিছুর রহমান ও নাসরিন আকতার।

আরও পড়ুন: জিআই পণ্যের তালিকায় যুক্ত হচ্ছে হাঁড়িভাঙা আম

ফয়েজ উল্লাহ বলেন, মেম্বার বাণিজ্যালয় নামের একটি প্রতিষ্ঠানে মূল্য তালিকা নেই। তাই সুযোগ বুঝে একেক সময় একেক দামে লেবু বিক্রি করছিল। বাগান থেকে লেবু কেনার রশিদও নেই। ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এই প্রতিষ্ঠানকে।

এসকে/ 

লেবু জরিমানা

খবরটি শেয়ার করুন