শুক্রবার, ১৩ই সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
২৯শে ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

দেশে পরিবেশবান্ধব পোশাক কারখানা ২২৬টি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২১ অপরাহ্ন, ১৭ই আগস্ট ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

দিন যত যাচ্ছে, বাংলাদেশে গ্রিন ফ্যাক্টরি বা পরিবেশবান্ধব কারখানা ততই বাড়ছে। এবার আরও দুটি পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান পেয়েছে পরিবেশবান্ধব সবুজ কারখানার সনদ। এ নিয়ে দেশে সবুজ কারখানা হলো ২২৬টি। তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছে।

নতুন স্বীকৃতি পাওয়া প্রতিষ্ঠান দুটি হলো—আশুলিয়ার দিয়াখালি এলাকার সাদাতিয়া সোয়েটারস লিমিটেড এবং গাজীপুরের শ্রীপুর উপজেলার মুলাইদ এলাকার এক্সিকিউটিভ গ্রিনটেক্স লিমিটেড।

বিজিএমইএ’র তথ্য অনুযায়ী, বিশ্বের ১০০টি পরিবেশবান্ধব পোশাক কারখানার মধ্যে ৬০টি অর্থাৎ অর্ধেকের বেশি কারখানা বাংলাদেশে। এ তালিকায় সর্বশেষ যোগ হয়েছে দুটি কারখানা। নতুন যোগ হওয়া পরিবেশবান্ধব কারখানাসহ মোট ২২৬টি লিড প্রত্যায়িত কারখানার মধ্যে ৮৯টি প্লাটিনাম রেটেড, ১২৩টি গোল্ড রেটেড, ১০টি সিলভার রেটেড এবং ৪টি সার্টিফায়েড কারখানা। 

যুক্তরাষ্ট্রের ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি) ‘লিড’ নামে পরিবেশবান্ধব স্থাপনার সনদ দিয়ে থাকে। লিডের পূর্ণাঙ্গ রূপ—লিডারশিপ ইন অ্যানার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন। এ সনদ পেতে হলে একটি প্রকল্পকে ইউএসজিবিসি’র তত্ত্বাবধানে নির্মাণ থেকে উৎপাদন পর্যন্ত বিভিন্ন বিষয়ে সর্বোচ্চ মান রক্ষা করতে হয়।

লিড সনদের জন্য ৯টি শর্ত পরিপালনে মোট ১১০ পয়েন্ট রয়েছে। এর মধ্যে ৮০ পয়েন্টের ওপরে হলে ‘লিড প্লাটিনাম’, ৬০-৭৯ হলে ‘লিড গোল্ড’, ৫০-৫৯ হলে ‘লিড সিলভার’ এবং ৪০-৪৯ পয়েন্ট হলে ‘লিড সার্টিফায়েড’ সনদ পাওয়া যায়।

লিড সনদপত্রের জন্য যোগ্যতা অর্জন করা সহজ কাজ নয়। এর জন্য গুরুত্বপূর্ণ বিনিয়োগের প্রয়োজন। বাংলাদেশের আরও ৫০০টি কারখানা লিড প্রত্যায়িত হওয়ার প্রক্রিয়ায় আছে।

ওআ/ আই.কে.জে/

পোশাক কারাখানা

খবরটি শেয়ার করুন