শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

দেড় লাখ শিক্ষার্থীর ঋণ মওকুফ করলেন বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪৬ পূর্বাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

নতুন করে আমেরিকার দেড় লাখ শিক্ষার্থীর ঋণ মওকুফ করার ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। উন্নত জীবনের টিকেট হলো একটি কলেজ ডিগ্রি, কিন্তু এই টিকেট অতিরিক্ত দামি, এক বিবৃতিতে বলেন বাইডেন। একটি কলেজ ডিগ্রি নিতে গিয়ে বিশাল ঋণের বোঝা বইছেন অনেক আমেরিকান।

ক্ষমতায় থাকা অবস্থায় সব মিলিয়ে ১৩৮ বিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের শিক্ষা ঋণ মওকুফ করেছে বাইডেন প্রশাসন। ঋণ মওকুফ করার ফলে মার্কিন শিক্ষার্থীরা নিজ নিজ স্বপ্নের পেছনে ছুটতে পারবে বলে আশা প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। 

ক্ষমতায় আসার পর শত শত বিলিয়ন ডলারের ঋণ মওকুফ করার পরিকল্পনা করেছিলেন বাইডেন। তবে এ পরিকল্পনায় বাধ সাধে দেশটির সুপ্রিম কোর্ট। ফলে কিছুটা পিছু হঠতে বাধ্য হয় বাইডেন প্রশাসন এবং ঋণ মওকুফের জন্য কয়েক দফা নতুন পরিকল্পনা হাতে নিতে বাধ্য হয়। এমনই একটি পরিকল্পনার ঘোষণা দেওয়া হয় বুধবার (২১শে ফেব্রুয়ারি)। 

আরো পড়ুন: আমাজনে দেখা মিলল বিশ্বের সবচেয়ে বড় সাপ

যেসব শিক্ষার্থী শিক্ষা ঋণ হিসেবে ১২,০০০ ডলার বা তার কম পরিমাণ অর্থ ঋণ নিয়েছিলেন এবং বিগত দশ বছর যাবত এই ঋণ শোধ করে আসছিলেন, তাদের বাকি ঋণ মওকুফ হবে এই পরিকল্পনার আওতায়। 

বাইডেন প্রশাসনের পক্ষ থেকে এক ইমেইলের মাধ্যমে উপকারভোগীদের এই পরিকল্পনার কথা জানানো হয় বুধবার। এর ফলে ১,৫৩,০০ মানুষ উপকৃত হবেন এবং ১.২ বিলিয়ন মার্কিন ডলার ঋণ মওকুফ করা হবে। 

 এইচআ/ আই. কে. জে/  

জো বাইডেন ঋণ মওকুফ আমেরিকান শিক্ষার্থী

খবরটি শেয়ার করুন