ছবি: সংগৃহীত
যৌনাঙ্গের মাপ নিয়ে দুশ্চিন্তায় থাকেন অনেক পুরুষ। ঠিক কেমন মাপ, বা আকার কত বড় হলে সেক্সের সময় সঙ্গীর সবচেয়ে ভালো লাগবে, তা নিয়ে নানা সংশয় থাকে অনেকের মনে। সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, গত ৩০ বছরে পুরুষদের গোপনাঙ্গের দৈর্ঘ্য গড়ে অনেকটা বেড়েছে।
স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের একটি মেটা-বিশ্লেষণে দেখা যায়, ১৯৯২ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত পুরুষাঙ্গের দৈর্ঘ্য গড়ে ২৫ শতাংশ হারে বেড়েছে। লিঙ্গ বেড়ে গড়ে ৪.৮ ইঞ্চি থেকে ৬ ইঞ্চি হয়েছে। সমীক্ষাটি ‘দ্য ওয়ার্ল্ড জার্নাল অফ মেন্স হেলথে’ প্রকাশিত হয়। ১৯৪২ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত এ সংক্রান্ত বিভিন্ন গবেষণা ও সমীক্ষা থেকে নথি নিয়ে গবেষণাটি করা হয়েছে।
পুরুষরা যদিও এ খবর শুনে খুশি হবেন, তবে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা সমীক্ষার এ রিপোর্ট দেখে যথেষ্ট আশঙ্কা প্রকাশ করেছেন। তাদের মতে, রাসায়নিক দ্রব্যের বহুল ব্যবহার, অনিয়ন্ত্রিত জীবনযাপন এবং বেলাগাম ‘জাঙ্ক’ খাওয়ার অভ্যাস লিঙ্গের দৈর্ঘ্য বাড়ানোর অন্যতম কারণ।
স্ট্যানফোর্ড মেডিসিনের ইউরোলজির অধ্যাপক মাইকেল আইজেনবার্গ এ সমীক্ষা দেখে বলেন, ‘বিষয়টি খুবই চিন্তার। এত অল্প সময়ের মধ্যে মানব শরীরে এত পরিবর্তনের অর্থ হলো- দেহে কোথাও বড় রকমের সমস্যা দেখা দিতে চলেছে। কী কারণে এমনটা হচ্ছে, তা যথাসম্ভব তাড়াতাড়ি নিশ্চিত করতে হবে।’
গবেষকরা দেখেছেন, সাধারণ অবস্থায় পুরুষাঙ্গের দৈর্ঘ্য গড়ে ৩.৪ ইঞ্চি। উত্থিত অবস্থায় পুরুষদের গোপনাঙ্গের গড় দৈর্ঘ্য এখন ৫.১ ইঞ্চি। প্রায় ৮০ বছরের রেকর্ড নিয়ে করা এ গবেষণায় দেখা যায়, ১৯৯২ সাল থেকে ২০২১ সালে পুরুষদের লিঙ্গের দৈর্ঘ্য বাড়ার হার সবচেয়ে চোখে পড়ার মতো।
গবেষকদের মতে, অতিরিক্ত রাসায়নিকের ব্যবহার শরীরে হরমোনের ভারসাম্য বিঘ্নিত করে। এ কারণে নারী-পুরুষ উভয়ই সময়ের আগে বয়ঃসন্ধিতে পৌঁছে যাচ্ছেন। গবেষণা অনুযায়ী, দৈর্ঘ্যের হার বাড়লেও পুরুষদের ক্ষেত্রে শুক্রাণুর সংখ্যা উল্লেখযোগ্য হারে কমেছে। কী কারণে এমনটা হচ্ছে, তা নিয়ে আরও বিস্তারিত গবেষণায় যাবে স্ট্যানফোর্ড।
এইচ.এস/
খবরটি শেয়ার করুন