প্রতীকী ছবি (সংগৃহীত)
প্লেটে খাবার সজিয়ে সেরা হলেই জিতে নিতে পারবেন ১০ লক্ষ টাকা। এছাড়া প্রথম রানার-আপ পাবেন ৫ লক্ষ টাকা, দ্বিতীয় রানার-আপ ৩ লক্ষ টাকা। ‘আকিজ টেবিলওয়্যার আর্ট অব প্লেটিং সিজন ২’ প্রতিযোগিতা এবং রিয়েলিটি শোতে মিলবে এই পুরস্কার। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে আয়োজকরা।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এবারের আসরে অংশগ্রহণ করে যিনি প্লেটিং মায়েস্ট্রো হবেন, তিনি জিতে নেবেন ১০ লক্ষ টাকার অর্থ পুরস্কার। এ ছাড়াও প্রথম রানার-আপ জিতবেন ৫ লক্ষ টাকা, দ্বিতীয় রানার-আপ ৩ লক্ষ টাকা এবং শীর্ষ ৩০ প্রতিযোগী পাবেন ক্রেস্ট, সার্টিফিকেট, কালিনারি কোর্স, আকিজ টেবিলওয়্যারের এক্সক্লুসিভ ডিনার সেটসহ সর্বমোট ২০ লক্ষ টাকার পুরস্কার।
আরো পড়ুন : আজ বন্ধুর সাথে গোসল করার দিন
আকিজ টেবিলওয়্যারের পক্ষে আকিজ বশির গ্রুপের চিফ অপারেটিং অফিসার মো. খোরশেদ আলম বলেন, ‘প্রথম সিজনে এই প্রতিযোগিতা আয়োজন করে দর্শকদের কাছ থেকে আমরা প্রচুর সাড়া পেয়েছিলাম। যার ধারাবাহিকতায় এবার আরও বড় পরিসরে পুরো বাংলাদেশের প্লেটিং আর্টিস্টদের এক ছাদের নিচে নিয়ে আসার জন্য এই উদ্যোগ নিয়েছি। ফুড প্লেটিংয়ের আর্টে আমাদের সংস্কৃতি এবং নিজস্ব গল্পগুলো পুরো বিশ্বের কাছে তুলে ধরতে এবং ফুড আর্ট কালচারকে সমৃদ্ধ করতেই আমাদের এই প্রচেষ্টা।’
প্রাথমিকভাবে, নিজের করা সেরা প্লেটিংয়ের ছবি তুলে, তা ওয়েবসাইটে সাবমিট করে প্রতিযোগিতায় অংশ নিতে হবে। এরপর অভিজ্ঞ ও বিশেষজ্ঞ শেফদের বিচার বিশ্লেষণের মাধ্যমে সকল অংশগ্রহণকারীর মধ্য থেকে শীর্ষ ৩০ জনকে বাছাই করা হবে। যারা সুযোগ পাবেন টেলিভিশনের সামনে নিজের আর্ট ও প্লেটিং স্কিল তুলে ধরার।
অংশগ্রহণ করতে www.aop.com.bd এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে পারবেন।
এস/ আই.কে.জে