প্রতীকী ছবি
বন্ধুর সাথে গোসল করার দিন আজ। প্রিয় বন্ধুকে নিয়ে গোসল উপভোগ করতে পারেন। সেটা হতে পারে পুকুর, নদী, সমুদ্র অথবা সুইমিং পুলে। এতে বন্ধুর সাথে সুসময় কাটানোর পাশাপাশি শরীর ও মনে আসবে তাজা অনুভূতি।
মার্কিন যুক্তরাষ্ট্রের কলোরাডোর ডেনভার শহরের একটি কোম্পানি ২০১৪ সালে ৫ই ফেব্রুয়ারিকে ‘ন্যাশনাল শাওয়ার উইথ এ ফ্রেন্ড ডে’- হিসেবে স্বীকৃতির আবেদন করে। পরে ২০১৫ সালে এটিকে দিবস হিসেবে ঘোষণা করা হয়।
দিনটি পালনের মূল উদ্দেশ্য সুস্থ ও জীবানুমুক্ত গোসলে উৎসাহিত করার পাশাপাশি বাণিজ্যিক ক্যাম্পেইন। মূলতে শীতকালে গোসলের ভীতি দূর করে উপভোগ্য করতে করণীয় নানা বিষয় মাথায় রেখে কোম্পানিটি পণ্য উৎপাদন করে। যেমন, উন্নতমানের শাওয়ার, ওয়াটার হিটার, গিজার, পানি বিশুদ্ধকরণ ফিল্টার ইত্যাদি।
ওআ/
খবরটি শেয়ার করুন