বৃহস্পতিবার, ২৪শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৮ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ১০ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কিনতে রিটার্ন লাগবে না *** ঝুঁকিপূর্ণ সব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা চায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ইসিকে চিঠি *** বাংলাদেশ ব্যাংকে নারীদের শর্ট স্লিভ ড্রেস ও লেগিংস নিষেধ, পরতে হবে শালীন পোশাক-হিজাব *** সচিবালয়ে ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে ১২০০ জনের বিরুদ্ধে মামলা *** জলবায়ু পরিবর্তন নিয়ে ঐতিহাসিক রায় দিলেন বিশ্ব আদালত *** প্রধান উপদেষ্টার সঙ্গে বিমানবাহিনীর প্রধানের সাক্ষাৎ *** এইচএসসির স্থগিত পরীক্ষা একই দিনে হচ্ছে না, নতুন রুটিন প্রকাশ *** বাগমারা বিদ্যালয়ের নাম বদল, নতুন নাম শহীদ জিয়া বিদ্যালয় *** মতপার্থক্য থাকলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্য আরও দৃশ্যমান করার আহ্বান প্রধান উপদেষ্টার *** রক্ষণাবেক্ষণের কাজে কর্ণফুলী টানেলে ৪ দিন যান চলাচল সীমিত থাকবে

ওমরাহ পালন করলো সেই ভাইরাল শিশু রিফাত

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:০১ অপরাহ্ন, ১৫ই ডিসেম্বর ২০২৪

#

এবার কাবার প্রাঙ্গণে দেখা গেলো ভাইরাল শিশু সুনামগঞ্জের সেই রিফাতকে। তার মিষ্টি মধুর কন্ঠে শোনা গেলো পবিত্র ধ্বনি লাব্বাইক আল্লাহুমা লাব্বাইক, লাব্বাইকা লা-শারীকা লাকা লাব্বাইক ।

পবিত্র ওমরাহ পালনের সময় ভাইরাল শিশু রিফাতকে দেখে উচ্ছ্বাসিত হতে দেখা যায় সৌদিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের। এসময় শিশু রিফাতকে কোলে তুলে আলিঙ্গন করতে ব্যস্ত হয়ে পড়েন অনেকে। অনেকে আবার ক্যামেরা বন্দি করে রাখেন ছোট্ট রিফাতের সঙ্গে সাক্ষাতের আনন্দঘন সেই মুহূর্ত। 

উল্লেখ্য, পাঙ্গাসকে জাতীয় মাছ বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় সুনামগঞ্জের শিশু রিফাতের সরলতায় মুগ্ধ হন দেশবাসী। পরবর্তীতে সেই ভিডিও সৌদি প্রবাসী চাঁদপুরের শাহজাহান মিয়ার নজরে এলে শিশু রিফাত তার মাদ্রাসার শিক্ষক ও এলাকার কয়েকজনকে পবিত্র ওমরা হজ করানোর ইচ্ছা পোষণ করেন তিনি। 

এরপর পাসপোর্ট ও যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে গত ৩রা ডিসেম্বর রাতে সৌদির উদ্দেশ্যে দেশ ছাড়েন শিশু রিফাত ও তার সফর সঙ্গীরা। সৌদিতে গিয়ে আট দিন পবিত্র মক্কায় অবস্থানের পর ১২ই ডিসেম্বর মদিনায় পৌঁছান তারা।  পবিত্র ওমরা পালন শেষে আগামী ১৮ই ডিসেম্বর তাদের সকলের দেশে ফেরার কথা রয়েছে। 

গেলো বছর মাদ্রাসার ছাত্র রিফাতকে পাঠ্যদানের সময় তারই শিক্ষকের করা একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সেই ভিডিওতে দেখা যায় শিক্ষক ইংরেজিতে সাত দিনের নাম জাতীয় ফল, মাছ এবং ফুলের নাম জানতে চান সেগুলোর চমৎকার উত্তর দিলেও কিছু উত্তর ভুল হয়ে যায়। শিক্ষকের কাছে আত্মবিশ্বাস নিয়ে চিৎকার করে জাতীয় মাছের নাম পাঙ্গাস এবং ইংরেজি সাত দিনের নাম ভুল বলতে থাকে রিফাত তবে রিফাতের সরলতা দেখে নেটিজেনরা মুগ্ধ হন আর আলোচনা থাকলেও তার সাবলীল উত্তর দৃষ্টিভঙ্গি কথোপকথন সবার নজর কাড়ে সুনামগঞ্জের সাধারণ শিশু।  

ওআ/কেবি 



শিশু রিফাত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন