শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

ভারতে লোকসভা নির্বাচন : এগিয়ে মোদির জোট

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১১:০২ পূর্বাহ্ন, ৪ঠা জুন ২০২৪

#

ছবি: সংগৃহীত

ভারতে লোকসভা নির্বাচনের ভোট গণনা চলছে। এতে প্রথম কয়েক ঘণ্টায় বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট এগিয়ে রয়েছে।

এখন পর্যন্ত, নরেন্দ্র মোদির এনডিএ জোট ২৬৩টি আসন পেয়ে এগিয়ে আছে। অপরদিকে এখন পর্যন্ত বিরোধী ‘ইন্ডিয়া’ জোট পেয়েছে ১৯৮টি আসন। আরও কয়েকটি কেন্দ্র থেকেও মোদির দলের বিজয়ের খবর আসছে।

আরো পড়ুন: ভারতে আজ ভোট গণনা, মোদীর হ্যাটট্রিক না কি বিরোধীদের 'কামব্যাক'?

দেশটিতে সাত দফার ভোট শেষে মঙ্গলবার (৪ঠা জুন) স্থানীয় সময় সকাল ৮টায় ভোট গণনা শুরু হয়। প্রথমে গণনা পোস্টাল ব্যালট গণনা করেন কর্মকর্তারা। বর্তমানে একে একে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ভোট গণনা করা হচ্ছে।

আনুষ্ঠানিকভাবে যে ফল আসছে তাতে বুথফেরত জরিপ সঠিক হওয়ার ইঙ্গিত দিচ্ছে। বুথফেরত জরিপে মোদি আবারও প্রধানমন্ত্রী হচ্ছেন বলে দাবি করা হয়েছিল। এরপর বিজয় উদ্‌যাপনের প্রস্তুতিও শুরু করে বিজেপি।

সূত্র: এনডিটিভি 

এইচআ/ আই.কে.জে/

নরেন্দ্র মোদি লোকসভা নির্বাচন

খবরটি শেয়ার করুন