শনিবার, ২১শে সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

তালের পুডিংয়ের রেসিপি

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০১ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

ভাদ্র মাস চলছে। এখনই তাল পাকার সময়। এই পাকা তাল দিয়ে বানাতে পারেন তালের পুডিং। রইলো রেসিপি-

উপকরণ : তালের ঘন ক্বাথ ১ কাপ, ঘন দুধ ৪ কাপ, ডিম ৪টি, চিনি স্বাদমতো।

আরো পড়ুন : রাজহাঁসের মাংস ভুনার রেসিপি

প্রণালি : চিনির ক্যারামেল করে পুডিংয়ের বাটিতে ঢেলে দিন। বাকি সব কটি উপকরণ একসঙ্গে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিন। তারপর ছাঁকনি দিয়ে ছেঁকে পুডিংয়ের বাটিতে ঢেলে দিন। বাটিটা গরম পানির মধ্যে ভাপে বসাতে হবে। ৪০ মিনিট পর বাটির ঢাকনা খুলে একটা টুথপিক দিয়ে পুডিং জমেছে কি না, তা দেখতে হবে। হয়ে গেলে বাটি নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

এস/কেবি


রেসিপি তালের পুডিং ডেজার্ট তালের রেসিপি

খবরটি শেয়ার করুন