শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

অগ্নিসংযোগকারীদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:২৩ অপরাহ্ন, ৬ই নভেম্বর ২০২৩

#

ফাইল ছবি

চলমান অবরোধের মধ্যে যারা সহিংসতা, নাশকতা করছে, যারা গাড়িতে আগুন দিচ্ছে, পেট্রল বোমা মারছে, তাদের ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। যিনি ধরিয়ে দেবেন তাকে ২০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে বলে জানান তিনি।

সোমবার (৬ নভেম্বর) ডিএমপি সদর দপ্তরে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। 

তিনি বলেন, গাড়িতে অগ্নিসংযোগকারীদের কেউ ধরিয়ে দিতে পারলে তাকে বিশ হাজার টাকা নগদ অর্থ পুরস্কার দেওয়া হবে।

থানার কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, যেসকল থানা এলাকায় পেট্রোল পাম্পে রয়েছে, ওই থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা দিনে একবার পেট্রোল পাম্প পরিদর্শন করবেন। পেট্রোল পাম্পগুলোর সঙ্গে পুলিশে সম্পর্ক বাড়াতে হবে। যোগাযোগটা সবসময় রাখতে হবে। এসময় নিকটস্থ ওসি ও ডিউটি অফিসারের নম্বর, পেট্রোল পাম্পে রাখার অনুরোধ করেন তিনি।

এসকে/ 

ডিএমপি অগ্নিসংযোগকারী ২০ হাজার টাকা পুরস্কার

খবরটি শেয়ার করুন