শনিবার, ২১শে সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ চলছে *** ভারতে পাচারের সময় ২২ লাখ টাকার ইলিশ জব্দ করল বিজিবি *** রাঙ্গামাটিতে নিরাপত্তা বাহিনীর টহল, পরিস্থিতি শান্ত *** পার্বত্য দুই জেলায় আজ যাচ্ছেন তিন উপদেষ্টা *** চিনির বিকল্প স্টিভিয়া চাষে সফল লালমনিরহাটের এক প্রকৌশলী *** ৮ দফা বাস্তবায়নের দাবিতে সম্মিলিত সংখ্যালঘু জোটের বিক্ষোভ ও মশাল মিছিল *** প্রথমবারের মতো শুক্রবার চললো মেট্রোরেল, খুশি যাত্রীরা *** তিন পার্বত্য জেলার সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার *** ফ্যাসিবাদীদের বিচার বাংলার মাটিতেই হবে: উপদেষ্টা নাহিদ *** ট্রলারে এলো ১০২ মণ ইলিশ, ১৯ লাখ টাকায় বিক্রি

রেসিপি

আনারসের হালুয়া তৈরি করবেন কিভাবে

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩৫ অপরাহ্ন, ২৮শে জুলাই ২০২৩

#

ছবি: আনারসের হালুয়া

আনারস প্রায় সব সময়ই পাওয়া যায় বাজারে। কমবেশি সবাই রসালো এই ফল পছন্দ করেন। এই ফল দিয়ে বিভিন্ন পদও কিন্তু তৈরি করা যায়। তেমনই একটি হলো হালুয়া। একবার খেলেই এর স্বাদ মুখে লেগে থাকবে। রইলো রেসিপি-

প্রয়োজনীয় উপকরণ:

১. আনারস কুচি ২ কাপ

২. পানি ৩ কাপ

৩. কর্নফ্লাওয়ার ১ কাপ

৪. চিনি ২ কাপ

৫. হলুদ ফুড কালার

৬. ঘি ৪ টেবিল চামচ

৭. বাদাম কুচি ২ টেবিল চামচ (কাজু ও পেস্তা বাদাম) ও

৮. এলাচ গুঁড়া আধা চা চামচ।

তৈরির করার পদ্ধতি:

প্রথমে আনারস ও পানি একসঙ্গে ব্লেন্ড করে ছেঁকে রস নিয়ে নিতে হবে। এবার এই রসের সঙ্গে আরও ১ কাপ পানি ও কর্নফ্লাওয়ার মিশিয়ে নিনে। ভালোভাবে নেড়ে মিশিয়ে নিন যাতে কর্নফ্লাওয়ার দলা পেকে না থাকে।

এরপর চুলায় প্যান বসিয়ে তাতে দিতে হবে চিনি ও আরও ১ কাপ পানি। চিনি গলে এক বা দুইবার ফুটে উঠলেই এর মধ্যে দিয়ে দিতে হবে আনারসের জুসে কর্নফ্লাওয়ারের মিশ্রণ।

অল্প সময় নাড়ার পরই এই মিশ্রণ বেশ ঘন হয়ে আসবে তখনই এতে দিয়ে দিতে হবে ফুড কালার ও ঘি। এবার অল্প সময় নাড়ার পরই হালুয়া বেশ স্বচ্ছ দেখাবে ও প্যানের গা ছেড়ে উঠে আসবে।

তখন তাতে দিয়ে দিতে হবে আরও ২ টেবিল চামচ ঘি, বাদাম কুচি ও এলাচ গুঁড়া। আবারো ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষন নেড়ে চুলা থেকে নামিয়ে ঘি ব্রাশ করা ট্রের মোল্ডে ঢেলে দিতে হবে।

আরো পড়ুন: পাকা আমের কাস্টার্ড

চামচ দিয়ে চারপাশে সমানভাবে ছড়িয়ে দিন। তারপর উপরে কিছুটা বাদাম কুচি ছড়িয়ে হালকা হাতে বাদাম কুচিগুলো চেপে চেপে দিন। এই কাজটি হালুয়া ঢালতেই করতে হবে। তা না হলে বাদাম কুচিগুলো হালুয়ার উপর থেকে পড়ে যাবে। হালুয়ার সঙ্গে লেগে থাকবে না।

পুরোপুরি ঠান্ডা হলে চাকু দিয়ে নিজের পছন্দমতো সাইজে কেটে নিলেই পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে আনারসের হালুয়া।

এম এইচ ডি/ আইকেজে 

রেসিপি রান্না ফল আনারস হালুয়া

খবরটি শেয়ার করুন