বুধবার, ২৩শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৮ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশ থেকে যাওয়া ১০ হাজার হিন্দু পরিবারকে জমি দিচ্ছেন যোগী আদিত্যনাথ *** জেমসের কনসার্টের আয়ের অংশ দেওয়া হবে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের *** অতি দ্রুত নির্বাচনই উত্তরণের পথ: মির্জা ফখরুল *** আরও ১৩টি দল ও জোটের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা *** ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে প্রস্তুত ইরান, পরমাণু কর্মসূচি চলবে: পেজেশকিয়ান *** নির্বাচন কমিশন গঠনপ্রক্রিয়া নিয়ে একমত হয়েছে সবাই: আলী রীয়াজ *** পাকিস্তানকে কাঁপিয়ে সেরা দশে মোস্তাফিজ *** মৃতের সংখ্যা নিয়ে গুজব: গণমাধ্যম তদন্ত করলে সহযোগিতা করবে আইএসপিআর *** এশিয়ার সেরা নির্মাতার পুরস্কার পাচ্ছেন ইরানি পরিচালক জাফর পানাহি *** স্বেচ্ছায় পদত্যাগের অভিপ্রায় নেই, নিয়োগকর্তা বললে চলে যাব: শিক্ষা উপদেষ্টা

এনএসসি টাওয়ারে শেখ কামালের ম্যুরাল উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:২৯ অপরাহ্ন, ৭ই নভেম্বর ২০২৩

#

ছবি: সুখবর

এনএসসি টাওয়ারের দ্বিতীয় তলায় শহীদ ক্যাপ্টেন শেখ কামাল অডিটোরিয়ামের সম্মুখে ‘শহীদ ক্যাপ্টেন শেখ কামাল’ এর ম্যুরাল উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি। 

মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুরে ম্যুরালটি উদ্বোধন করা হয়। এ সময়ে যুব ও ক্রীড়া সচিব ড. মহিউদ্দীন আহমেদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর  ড. এ এস এম মাকসুদ কামাল উপস্থিত ছিলেন। 

উদ্বোধনকালে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো জাহিদ আহসান রাসেল বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জ্যেষ্ঠপুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল বাংলাদেশের আধুনিক ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র। বহুমাত্রিক সৃষ্টিশীল প্রতিভার অধিকারী শেখ কামাল অল্প বয়সেই প্রতিভার বিচ্ছুরণ ঘটিয়েছেন। শৈশব থেকেই ফুটবল, ক্রিকেট, বাস্কেটবল, ভলিবল, ব্যাডমিন্টন, টেবিল টেনিসসহ বিভিন্ন খেলায় পারদর্শিতা দেখিয়েছিলেন। তিনি মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল ওসমানীর এডিসি ছিলেন। দেশের আধুনিক ফুটবলের জনক ও আবাহনী ক্রীড়াচক্রের প্রতিষ্ঠাতা তিনি। দেশের ক্রীড়াঙ্গনের এ পথপ্রদর্শকের প্রতি সম্মান জানাতে ও তরুণ প্রজন্মকে ক্রীড়ায় উদ্বুদ্ধ করতে  আমরা জাতীয় ক্রীড়া পরিষদের ভবনে শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ম্যুরাল স্থাপনের উদ্যোগ গ্রহণ করি।

তিনি আরো বলেন, জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) টাওয়ারে আজ ক্রীড়াঙ্গনের আলোকবর্তিকা শহীদ শেখ কামাল এর মুরাল স্হাপন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। দেশের ক্রীড়াঙ্গনের সর্বোচ্চ অভিভাবক সংস্থা এনএসসি টাওয়ারের এ ক্যাম্পাসে শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর মুরাল থাকবে না, এটি একটি  অপূর্ণতা ছিলো। ক্রীড়াঙ্গন যতোদিন থাকবে ততদিন বাঙালি জাতি কৃতজ্ঞচিত্তে শহীদ শেখ কামাল এর অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে। 

উদ্বোধনের পর প্রতিমন্ত্রী যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর স্মৃতি ফলকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। 

অনুষ্ঠানে জাতীয় ক্রীড়া পরিষদের সচিব পরিমল সিংহসহ যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও জাতীয় ক্রীড়া পরিষদের  উর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এসকে/ এএম/ 


শেখ কামাল ম্যুরাল উদ্বোধন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন