বুধবার, ৩রা জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
১৯শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

পূজায় আকর্ষণ বাড়াবে গোলাপি নারকেল নাড়ু

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৩৮ অপরাহ্ন, ২২শে অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

বিভিন্ন অনুষ্ঠান, পূজায় বা বাড়িতে নানান রকম খাবারের আয়োজন করা হয়। সব খাবারের মধ্যে কিছু খাবার বরাবরই তালিকার শুরুতে থাকে। তারমধ্যে একটি হলো নাড়ু, যা ছাড়া উৎসব যেনো অসম্পূর্ণ থাকে। তাই উৎসবের এ সময় প্রতিটি বাড়িতেই বানানো হয় নারকেল নাড়ু, চিনির সাদা নারকেল নাড়ু, গুড়ের নারকেল নাড়ু। তবে কখনও কি গোলাপি নারকেল নাড়ু খেয়েছেন। যদি না খান তবে রেসিপি জেনে আজই বানিয়ে নিন।

উপকরণ-

নারকেল কোরা, কনডেন্সড মিল্ক, ঘি, সামান্য গোলাপজল ও গোলাপি ফুড কালার।

তৈরি করবেন যেভাবে-

প্রথমে একটি কড়াই গরম করে এক চামচ ঘি দিয়ে দিন। ঘি গলতে শুরু করলে তা ভালো করে খুন্তির সাহায্যে সারা কড়াইতে ছড়িয়ে দিন।

তারপর কিছুটা রেখে সব নারকেল কোরা কড়াইতে দিয়ে দিন। কয়েক মিনিট কম আঁচে নাড়াচাড়া করে দিয়ে দিন কনডেন্সড মিল্ক। এটা নারকেলের সঙ্গে ভালো করে বারবার নাড়তে থাকবেন।

আরো পড়ুন : কাতলা মাছের মাথা দিয়ে ঝটপট রেঁধে ফেলুন মজার মুড়িঘণ্ট

নারকেল কোরা ছোট হয়ে এলে তাতে হাফ চামচ গোলাপজল ও গোলাপি ফুড কালার দিয়ে দিতে হবে। এবার এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। একটা বড় প্লেটে পুরো মণ্ডটা ঢেলে ঠান্ডা করে নিন। আরেকটি প্লেটে সামান্য নারকেল কোরা ছড়িয়ে নিন।

এবার ওই নারকেলের মণ্ড ঠান্ডা হলে হাতে ঘি লাগিয়ে নাড়ুর আকারে পাকিয়ে নিন। তারপর অন্য প্লেটে নারকেল কোরা ওই নাড়ুর গায়ে মাখিয়ে নিলেই তৈরি হয়ে যাবে গোলাপের সুগন্ধে ভরা গোলাপি নাড়ু।

এস/ আই.কে.জে/


রেসিপি গোলাপি নাড়ু

খবরটি শেয়ার করুন