মঙ্গলবার, ২৭শে আগস্ট ২০২৪ খ্রিস্টাব্দ
১১ই ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

চড় কাণ্ডে মুখ খুললেন নানা পাটেকর

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০০ অপরাহ্ন, ১৬ই নভেম্বর ২০২৩

#

ফাইল ছবি

জাতীয় পুরস্কার বিজয়ী বলিউডের শক্তিমান অভিনেতা নানা পাটেকর বারাণসীতে শুটিংয়ের সময় এক অনুরাগীকে চড় মেরে ব্যাপক বিতর্কের মুখে পড়েছেন। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল হতেই নানা পাটেকরের বিরুদ্ধে নেটিজেনরা সরব হয়েছেন।

নেটিজেনরা তাকে এই ঘটনায় ‘অহংকারী’ বলেও অভিহিত করেন। চারিদিকে বিভিন্ন সমালোচনার মাঝে এবার মুখ খুললেন অভিনেতা।

যদিও এ ঘটনা ‘নিজের অজান্তেই’ হয়েছে বলে দাবি করেছেন অভিনেতা। একটি সোশাল পোস্টের মাধ্যমে ক্ষমাও চেয়েছেন জনপ্রিয় এ বর্ষীয়ান অভিনেতা।

এ ভিডিওতে নানা পাটেকর বলেছেন, ‘একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে আমি একটি ছেলেকে মাথায় চড় মেরেছি। যদিও এ সিকোয়েন্সটি আমাদের সিনেমারই একটি দৃশ্য ছিল।

আমাদের এ দৃশ্যটি রিহার্সাল করার কথা ছিল। ডিরেক্টর তখন দৃশ্যটি পুনরায় রিহার্স করতে বলেন।’

তিনি আরও বলেন, ‘সেই সময় ছেলেটি সিন-এ ঢুকে পড়ে। আমি জানতাম না ও কে। ভেবেছি ক্রু মেম্বারদের কেউ। তাই স্ক্রিপ্ট অনুযায়ী তার মাথায় চড় মেরে ওকে বেরিয়ে যেতে বলেছি।

এরপর আমি জানতে পারি যে ও আমাদের সিনেমার ক্রু-দের কেউ নয়। আমি সঙ্গে সঙ্গে তাকে ডেকে পাঠাই, কিন্তু ততক্ষণে ছেলেটি চলে গিয়েছিল।’

অভিনেতার কথায়, ‘আমি কখনো ছবি তুলতে বারণ করি না। কখনোই এ কাজ আমি করি না। কিন্তু এটা নিজের অজান্তেই ভুল হয়েছে আমার। কোনো ভুল বোঝাবুঝি হলে আমাকে ক্ষমা করবেন। আমি ভবিষ্যতে কোনোদিন এমন কাজ করব না’।

আরো পড়ুন: যে কাজ করে প্রশংসায় ভাসছেন রানি মুখার্জি

জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা বারাণসীর দশাশ্বমেধ ঘাটে শুটিং সারছিলেন, সেই সময়ই ভিড়ে দাঁড়িয়ে থাকা এক অনুরাগী বেশি কাছে চলে আসেন অভিনেতার। সেই সময় ওই অনুরাগীকে মাথার পেছনে থাপ্পড় মারতে দেখা যায় তাকে। এ ভিডিও ভাইরাল হতেই সমালোচনা ও কটাক্ষের ঝড়। আবার অনেকেই ৭২ বছর বয়সী অভিনেতার পক্ষেও কথা বলেছেন।

বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ‘দ্য ভ্যাকসিন ওয়ার’ সিনেমা দিয়ে পাঁচ বছর পর বড়পর্দায় ফিরে আসেন নানা পাটেকর। এর আগে তিনি রজনীকান্ত-অভিনীত ‘কালা’ সিনেমায় একজন প্রতিপক্ষ হিসেবে অভিনয় করেছিলেন।

‘দ্য ভ্যাকসিন ওয়ার’ সিনেমায়, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ- এর প্রাক্তন মহাপরিচালক বলরাম ভার্গবের চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা।

এসি/ আই. কে. জে/

চড় কাণ্ড পাটেকর

খবরটি শেয়ার করুন