সোমবার, ২৬শে আগস্ট ২০২৪ খ্রিস্টাব্দ
১১ই ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

জুনে কমেছে খাদ্য পণ্যের দাম: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪৫ অপরাহ্ন, ৯ই জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

গত দুই বছরের মধ্যে সম্প্রতি জুন মাসে বিশ্বের খাদ্যদ্রব্যের মূল্যসূচক কমে সর্বনিম্ন স্তরে পৌঁছেছে। এই মূল্য সূচক কমার কারণ হিসেবে গত দুই বছরেরও বেশি সময় ধরে চিনি, উদ্ভিজ্জ তেল, শস্য এবং দুগ্ধজাত পণ্যের দাম কমে যাওয়াকে ধারনা করা হচ্ছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এর বরাত দিয়ে রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) শুক্রবার এক বিবৃতিতে বলে, মে থেকে জুন মাসে সূচকটি ১২৪ পয়েন্ট থেকে কমে ১২২.৩ পয়েন্টে দাঁড়িয়েছে। সংস্থাটি এই মূল্য সূচকটি ২০২১ সালের এপ্রিলের পর সর্বনিম্ন অবস্থান হিসেবে চিহ্নিত করেছে।

এছাড়া, মূল্যসূচকটির বর্তমান অবস্থান সূচকের সবসময়ের সর্বোচ্চ অবস্থান থেকে ২৩ দশমিক ৪ শতাংশ নিচে রয়েছে।

আরো পড়ুন: অর্থনৈতিক স্বাধীনতা সূচকে ১৪ ধাপ উন্নতি বাংলাদেশের

এই মুহূর্তে  যে  তা সূচকের সবসময়ের সর্বোচ্চ অবস্থান থেকে ২৩ দশমিক ৪ শতাংশ নিচে রয়েছে। এফএও পূর্বাভাস দিয়েছে যে ২০২২-২৩ অর্থবছরে বিশ্ব খাদ্যশস্য উত্পাদন কম হতে পারে। বিশ্বজুড়ে টানা চার বছর খাদ্যশস্যের উৎপাদন বৃদ্ধির পর এটিই হতে পারে প্রথম কম উৎপাদন।

এম/


খাদ্য জাতিসংঘ

খবরটি শেয়ার করুন