শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

টেকসই ব্যাংকের পুরস্কার পেল সিটি ব্যাংক

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪৮ অপরাহ্ন, ৩১শে আগস্ট ২০২৩

#

সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদারের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন - ছবি: সংগৃহীত

টানা তৃতীয়বারের মতো বাংলাদেশ ব্যাংক থেকে শীর্ষ টেকসই ব্যাংকের পুরস্কার জিতেছে সিটি ব্যাংক। ২০২২ সালের কার্যক্রমের ভিত্তিতে ‘সাসটেইনেবিলিটি রেটিং’ এ বেসরকারি ব্যাংকটি এই পুরস্কার পেল।

সিটি ব্যাংক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মঙ্গলবার সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদারের কাছ থেকে পুরস্কারটি গ্রহণ করেন।

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার, নির্বাহী পরিচালক মো. খুরশীদ আলম ও সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক চৌধুরী লিয়াকত আলী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

মূলত পাঁচটি সূচকের ওপর ভিত্তি করে কেন্দ্রীয় ব্যাংক এই মান যাচাই করে থাকে। এগুলো হচ্ছে-টেকসই অর্থায়ন সূচক, পরিবেশ বান্ধব প্রকল্পে অর্থায়ন, সামাজিক দায়বদ্ধতা কার্যক্রম এবং মূল ব্যাংকিং কার্যক্রমের টেকসই সক্ষমতা ও ব্যাংকিং সেবার পরিধি বা আর্থিক অন্তর্ভুক্তি। 


সিটি ব্যাংক পুরস্কার

খবরটি শেয়ার করুন