বৃহস্পতিবার, ২৪শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৮ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ১০ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কিনতে রিটার্ন লাগবে না *** ঝুঁকিপূর্ণ সব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা চায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ইসিকে চিঠি *** বাংলাদেশ ব্যাংকে নারীদের শর্ট স্লিভ ড্রেস ও লেগিংস নিষেধ, পরতে হবে শালীন পোশাক-হিজাব *** সচিবালয়ে ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে ১২০০ জনের বিরুদ্ধে মামলা *** জলবায়ু পরিবর্তন নিয়ে ঐতিহাসিক রায় দিলেন বিশ্ব আদালত *** প্রধান উপদেষ্টার সঙ্গে বিমানবাহিনীর প্রধানের সাক্ষাৎ *** এইচএসসির স্থগিত পরীক্ষা একই দিনে হচ্ছে না, নতুন রুটিন প্রকাশ *** বাগমারা বিদ্যালয়ের নাম বদল, নতুন নাম শহীদ জিয়া বিদ্যালয় *** মতপার্থক্য থাকলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্য আরও দৃশ্যমান করার আহ্বান প্রধান উপদেষ্টার *** রক্ষণাবেক্ষণের কাজে কর্ণফুলী টানেলে ৪ দিন যান চলাচল সীমিত থাকবে

ডাচ সাংবাদিককে চাবির রিং উপহার দিয়ে জ্বালা মেটালেন মরিনিও

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১২ অপরাহ্ন, ২১শে এপ্রিল ২০২৩

#

ছবি: সংগৃহীত

নির্ধারিত ৯০ মিনিটে রুদ্ধশ্বাস এক লড়াই হলো। পাওলো দিবালার ৮৯ মিনিটের গোলে ইউরোপা লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে ফেইনুর্দের বিপক্ষে ম্যাচটি অতিরিক্ত সময়ে নিয়ে যেতে পেরেছে রোমা। এরপর অবশ্য জিতেছে ৪-১ গোলেই। দুই লেগ মিলিয়ে ৪-২ গোলের অগ্রগামিতায় সেমিফাইনাল নিশ্চিত করেছে জোসে মরিনিওর দল।

শেষ আটের লড়াইয়ে প্রথম লেগে ১-০ গোলে হেরে গিয়ে বেশ চাপে ছিল রোমা। এরপর দ্বিতীয় লেগেও চরম চাপে পড়ে যায় তারা। সেখান থেকে দুর্দান্ত এই জয়ের পর বেশ ফুরফুরে মেজাজেই ছিলেন মরিনিও। সংবাদ সম্মেলনে গিয়ে এক ডাচ সাংবাদিককে মজার উপহারও দিয়েছেন।

যেটি ছিল মূলত একটি চেইন লাগানো চাবির রিং। যেখানে উয়েফা কনফারেন্স লিগের ট্রফির একটা রেপ্লিকাও বসানো ছিল। উল্লেখ্য, গত বছর উয়েফা কনফারেন্স কাপের ফাইনালে ফেইনুর্দকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল মরিনিওর রোমা।

প্রশ্ন হচ্ছে, সাংবাদিককে কেন মরিনিও এমন উপহার দিতে গেলেন। সেটি জানতে ফিরে যেতে হবে গত সপ্তাহের প্রথম লেগের লড়াইয়ে। সেদিন ফেইনুর্দের কাছে ১-০ গোল হেরে গিয়েছিল রোমা। ম্যাচের পর সংবাদ সম্মেলনে সেই সাংবাদিকের সঙ্গে তর্ক লেগেছিল মরিনিওর।

পর্তুগিজ কোচ সাংবাদিকের উদ্দেশে বলেছিলেন, ‘গত ১০ মাস (কনফারেন্স লিগ জয়ের পর) ধরে তুমি কাঁদছ। কিন্তু তোমার কাঁদা উচিত না। প্রতিজ্ঞা করছি, যদি হেরে যাই, তবু আমি ঘুমাব এবং কাঁদব না। আর আমি ১০ মাস ধরে দুঃস্বপ্ন দেখে না ঘুমিয়ে কাটাব না।’

মরিনিওকে যদিও শেষ পর্যন্ত হারতে হয়নি। জয়ের সঙ্গে তাই গত সপ্তাহের বাহাসের জ্বালাও মিটিয়ে নিলেন মরিনিও। যেখানে উদ্দেশ্যমূলকভাবে সাংবাদিককে চাবির রিং উপহার দিয়েছেন। পরে অবশ্য চাবির রিংটি দেখিয়ে ছবি তুলেছেন সেই সাংবাদিক।

এম/

আরো পড়ুন:

চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের সূচি

মরিনিও ইউরোপা লিগ রোমা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন