মঙ্গলবার, ২৭শে আগস্ট ২০২৪ খ্রিস্টাব্দ
১২ই ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পল্লী বিদ্যুতের সব স্থাপনা ও অফিসের নিরাপত্তা জোরদার *** বিএসএমএমইউর নতুন উপাচার্য অধ্যাপক সায়েদুর রহমান *** গুটি কয়েক নেতার অপরাধে আ.লীগের নিবন্ধন বাতিল করা যাবে না : অ্যাটর্নি জেনারেল *** ব্যাংক হিসাব থেকে কোনো টাকা তুলতে পারবে না এস আলম পরিবার *** তিন হাজার ৫৬৭ বন্যার্তকে উদ্ধার করেছে সশস্ত্র বাহিনী *** আশ্রয়কেন্দ্রে জন্ম নিলো ফুটফুটে শিশু *** ফারাক্কার গেট খুললেও বাংলাদেশে শঙ্কার কারণ নেই : বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র *** ফারাক্কার গেট খোলার পরও পদ্মায় পানি কমছে *** পুলিশে বড় রদবদল, ২৪ জেলায় নতুন এসপি *** বন্যা পরিস্থিতির উন্নতি, ঢাকা-চট্টগ্রাম রুটে আজ শুরু হচ্ছে ট্রেন চলাচল

তৈরি হচ্ছে বুর্জ খলিফার চেয়ে উচু ভবন, জেনে নিন নাম

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১০:১৯ অপরাহ্ন, ১৫ই জানুয়ারী ২০২৪

#

এখন পর্যন্ত বিশ্বের সর্বোচ্চ ভবন হিসেবে ধরা হতো দুবাইয়ের বুর্জ খলিফা। তবে অচিরেই এ তকমা হারাতে চলেছে বিল্ডিংটি। সৌদি আরব কর্তৃপক্ষ জানিয়েছে বুর্জ খলিফার চেয়ে উঁচু ও অভিজাত টাওয়ার তৈরির কাজ শুরু হয়েছে। ভবনের প্রাথমিক নাম দেওয়া হয়েছে জেদ্দা টাওয়ার।

বুর্জ খলিফার উচ্চতা ৮২৮ মিটার। অপরদিকে জেদ্দা টাওয়ারের উচ্চতা হবে এক হাজার মিটারের বেশি, এমনটাই জানা গিয়েছে। কর্তৃপক্ষ বলেছে, উদ্বোধনের সময় ভবনটির নাম কিংডম টাওয়ারও রাখা হতে পারে। বুর্জ খলিফায় অ্যাপার্টমেন্ট এবং স্টুডিও মিলিয়ে মোট বাসস্থানের সংখ্যা ৯০০। তাতে ৩৫ হাজারের বেশি মানুষ থাকেন। এই বহুতল ভবনের নামকরণ করা হয়েছে আমিরাতের সাবেক প্রেসিডেন্ট খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের নামে। প্রথমে এর নাম ছিল বুর্জ দুবাই। পরে প্রেসিডেন্টের সম্মানার্থে নাম পরিবর্তন করা হয়। ২০০৪ সালের ৬ই জানুয়ারি বুর্জ খলিফা তৈরির কাজ শুরু হয়।

আরো পড়ুন: গরুর খামারী জুকারবার্গ, খাওয়াচ্ছেন মদ আর বাদাম

২০০৯ সালের পহেলা অক্টোবর বুর্জ খলিফার নির্মাণ সম্পন্ন হয়। ২০১০ সালের ৪ঠা জানুয়ারি আনুষ্ঠানিকভাবে এই ভবনের উদ্বোধন করা হয়। ১৬৩ তলার বুর্জ খলিফা অনেক রেকর্ডের অধিকারী। বুর্জ খলিফাকে ঘিরে দুবাইয়ের বাণিজ্য, অর্থনীতি ও পর্যটন খাত চাঙ্গা হয়ে উঠেছে।

সৌদি প্রিন্স মোহম্মদ বিন সালমন সৌদি আরবের অর্থনীতি আরো মজবুত করার চেষ্টা করছেন। এ জন্যই তিনি দেশটিতে বিভিন্ন সংস্কার কাজে হাত দিয়েছেন। তিনি এই জেদ্দা টাওয়ার তৈরির মাধ্যমে সৌদি আরবের বাণিজ্য ও পর্যটন খাত চাঙ্গা করার উদ্যোগ নিয়েছেন। ভবনটির কাজও দ্রুত গতিতে আগাচ্ছে। শিগগির বুর্জ খলিফাকে পেছনে ফেলবে জেদ্দা টাওয়ার, এমনটাই মনে করছেন আর্কি‌টেক্টরা।

এইচআ/ আই. কে. জে/


বুর্জ খলিফার চেয়ে উচু

খবরটি শেয়ার করুন