শনিবার, ১৪ই সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
২৯শে ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

নতুন জুতায় পায়ে ফোসকা?

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৩৯ অপরাহ্ন, ২১শে জুন ২০২৩

#

ছবি: সংগৃহীত

নতুন জুতো পায়ে অস্বস্তি হবে এটাই স্বাভাবিক। অনেকেরই পায়ে ফোস্কা পড়ে। এক বার ফোস্কা পড়লে পরবর্তী দু’-তিন দিন হাঁটা-চলা করা মুশকিল হয়ে পড়ে। কিন্তু যন্ত্রণাকে তো আর স্বাভাবিকের মাত্রায় বিচার করা সম্ভব না। অনেকের ক্ষেত্রে এই সমস্যা ঘায়ের দিকে এগিয়ে যায়। এই সমস্যার রইলো সমাধান: 

অ্যালোভেরা

পায়ে ফোসকা পড়লে অ্যালোভেরা একটি সহজ পদ্ধতি। কারণ অ্যালোভেরাতে অ্যান্টিসেপটিক আছে। ফলে পায়ের ক্ষত বা ফোসকা সহজেই সাড়াতে পারে। আপনি চাইলে অ্যালোভেরা জেল কিনে নিতে পারেন। সেটাও একটা ভালো উপায়। 

টুথপেস্ট

ফোসকা পড়লে জ্বলুনি থেকে ছাড়া পাওয়া মুশকিল। আর ক্ষত দ্রুত না শুকোলে ফোসকা আরো জ্বালাতন করে। সেক্ষেত্রে টুথপেস্ট ব্যবহার করুন। টুথপেস্ট ব্যবহারে ক্ষত দ্রুত শুকোতে শুরু করে। তাছাড়া টুথপেস্টের ঠাণ্ডা উপকরণ কিছুটা আরাম দেয়। 

নারকেল তেল

পায়ে ফোসকা পড়লে নারকেল তেল ব্যবহার করুন। এতে ফোসকা শুকিয়ে যাবে আস্তে আস্তে। নতুন জুতো পায়ে দেওয়ার আগেও নারকেল তেল দিয়ে মালিশ করে নিতে পারেন। তবে বেশি ব্যবহার করবেন না। 

আরো পড়ুন: চুল রঙ করলে কি দ্রুত পাকে?

মধু

মধু ব্যাকটেরিয়ার সংক্রমণ থেকে বাচায়। আপনার পায়ে ফোসকা পড়লে মধু সাথে সাথেই ব্যবহার করুন। এতে ফোসকা বড় হবে না বা তাতে ক্ষত হওয়ার সম্ভাবনা কমে যাবে। 

এম/


সমস্যা সমাধান

খবরটি শেয়ার করুন