মঙ্গলবার, ২৭শে আগস্ট ২০২৪ খ্রিস্টাব্দ
১২ই ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

নিজের দেশ নিয়ে সালমানের এ কেমন মন্তব্য

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:০১ অপরাহ্ন, ২রা মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

একের পর এক প্রাণনাশের হুমকি পাচ্ছেন। স্বাধীন জীবনযাত্রা নয়, নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিন কাটছে সালমান খানের। এখন আর চাইলেই সাইকেল চড়ে শহর ঘুরতে পারেন না। এখন সালমানের আগেপিছে বন্দুক নিয়ে ঘোরেন নিরাপত্তারক্ষীরা। এই পরিস্থিতিতে বিস্ফোরক মন্তব্য করেছেন সালমান।

তিনি বলেন, ভারতে অনেক সমস্যা রয়েছে, সংযুক্ত আরব আমিরাতে আমি সম্পূর্ণ নিরাপদ। সেখানে কোনো হুমকির ভয় নেই।

তিনি জানান, এখন তিনি যা করছেন, তা তিনি ভেবেচিন্তেই করছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন তিনি।

একের পর এক খুনের হুমকির পর আপাতত সালমানকে Y+ক্যাটাগরির নিরাপত্তা দিয়েছে মুম্বাই পুলিশ। এদিকে সম্প্রতি 'আপ কি আদালত'-এ এসে নিরাপত্তা বেষ্টনীর মধ্যে থাকা নিয়ে মন্তব্য করেছেন তিনি। চলতি বছরের মার্চ ও এপ্রিল মাসেও দুই ভিন্ন ব্যক্তির কাছ থেকে হুমকি ফোন ও একটি চিঠি আসে।

আরো পড়ুন: মেয়েদের শরীর কতটা উন্মুক্ত দেখতে চান সালমান

'আপ কি আদালত'-এ সালমান বলেন, ‘নিরাপত্তাহীনতায় ভোগার থেকে নিরাপত্তা অনেক ভালো। হ্যাঁ, এখন আমি নিরাপত্তার মধ্যেই রয়েছি। এখন রাস্তায় সাইকেল চালিয়ে একা কোথাও যাওয়া সম্ভব নয়। সব থেকে বড় সমস্যা আমার নিরাপত্তার কারণে অন্যদের অসুবিধার সৃষ্টি হচ্ছে। জনতাও ত আমাকে দেখতে চায়, এখন আমার অনুরাগীরা অসহায়। কিসি কা ভাই কিসি কি জান-এ একটি লাইন আছে, ওদের একবার ভাগ্যবান হতে হবে, আর আমাকে ১০০ বার খুব সাবধানে থাকতে হবে, খুব সতর্ক থাকতে হবে।

গত ১০ এপ্রিল সালমানকে মারার হুমকি ফোন আসে মুম্বাই পুলিশের কন্ট্রোল রুমে। তার আগে সালমানকে হুমকি দিয়ে ই-মেল পাঠানোর অভিযোগে রাজস্থান থেকে গ্রেফতার করা হয় এক ব্যক্তিকে।  

এসি/আইকেজে 
 

দেশ সালমান

খবরটি শেয়ার করুন