বুধবার, ১৭ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২রা শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

পবিত্র কাবা ধোয়ার কাজে ভারতের লুলু গ্রুপের চেয়ারম্যান

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:০৬ অপরাহ্ন, ৮ই আগস্ট ২০২৩

#

ভারতের শীর্ষ ব্যবসা প্রতিষ্ঠান লুলু গ্রুপের চেয়ারম্যান এবং আবুধাবি চেম্বারের ভাইস-চেয়ারম্যান এম এ ইউসুফ আলী পবিত্র কাবা ঘর ধোয়ার বার্ষিক আনুষ্ঠানিকতায় অংশ নেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমের এক ভিডিওতে তাকে পবিত্র কাবার ভেতরে দাঁড়িয়ে অফিসারদের সাথে শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায়।

প্রিন্স বদর এবং শেখ আবদুল রহমান আল-সুদাইসকে অন্যান্য গণ্যমান্য ব্যক্তিদের সাথে জমজমের পানি, গোলাপ জল এবং অন্যান্য সুগন্ধি মিশ্রিত জল ব্যবহার করে কাবার অভ্যন্তর ধুতে দেখা যায়।

ভিডিওতে দেখা যায়, কাবার দেয়াল মোছার জন্য তোয়ালে ব্যবহার করা হচ্ছে। ভেতরের দেয়ালগুলো গোলাপ এবং কস্তুরীর সুগন্ধে একটি সাদা কাপড়কে ডুবিয়ে পরিষ্কার করা হয়। গোলাপের সুগন্ধি মিশ্রিত জমজমের পানি মেঝেতে ছিটিয়ে খালি হাতে ও তালপাতা দিয়ে মুছে ফেলা হয়। 

সমগ্র কাজ করতে দুই ঘন্টার মতো সময় লাগে। কাবার ভেতরের দেয়াল তিন মিটার লম্বা এবং ছাদের ভেতরের পৃষ্ঠ সবুজ রেশমে আবৃত।

কিসওয়াহ পরিবর্তনের এ অনুষ্ঠানটি মহররমের প্রথম মঙ্গলবার অর্থাৎ ১৯ জুলাই, রাতে অনুষ্ঠিত হয়।

এসকে/    আইকেজে 

পবিত্র মক্কা নগরী পবিত্র কাবা ঘর শেখ আবদুল রহমান আল-সুদাইস

খবরটি শেয়ার করুন