মঙ্গলবার, ২৭শে আগস্ট ২০২৪ খ্রিস্টাব্দ
১১ই ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

পোশাক শ্রমিকদের জন্য ১৭,৫৬৮ টাকা নিম্নতম মজুরির প্রস্তাব সিপিডির

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:৩৩ অপরাহ্ন, ৮ই অক্টোবর ২০২৩

#

ফাইল ছবি

দেশের রপ্তানিমুখী পোশাক খাতের শ্রমিকদের জন্য মাসিক ১৭ হাজার ৫৬৮ টাকা নিম্নতম মজুরি প্রস্তাব করেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। বর্তমানে পোশাক শ্রমিকদের নিম্নতম মুজরি ৮ হাজার টাকা।

সিপিডি বলেছে, বিদেশি ক্রেতা প্রতিষ্ঠানগুলো যদি প্রতি পোশাকে বাড়তি ৭ সেন্ট দেয়, তাহলে এই মজুরি দিতে কারখানা মালিকেরা চাপে পড়বেন না।

রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে আয়োজিত পোশাক খাতে ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণ, পর্যবেক্ষণ ও প্রস্তাবনা অনুষ্ঠানে এই প্রস্তাব দেয় সিপিডি।

গবেষণা প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা ৭৬টি কারখানার ২২৮ জন শ্রমিকের ওপর গবেষণা করে এই প্রস্তাব দিচ্ছে। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম ও সিনিয়র গবেষণা সহকারী তামিম আহমেদ।

পোশাক খাত সংশ্লিষ্ট যেসব ব্যক্তি অনুষ্ঠানে যোগ দেন, তাঁরা হলেন-বিজিএমইএ সভাপতি ফারুক হাসান, বিকেএমইএ নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম, নিম্নতম মজুরি বোর্ডে মালিকপক্ষের প্রতিনিধি সিদ্দিকুর রহমান, নিম্নতম মজুরি বোর্ড শ্রমিকপক্ষের প্রতিনিধি সিরাজুল ইসলাম প্রমুখ।

একে/

ন্যূনতম মজুরি পোশাক শ্রমিক সিপিডি

খবরটি শেয়ার করুন