বুধবার, ১৭ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২রা শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

ফের উত্তর কোরিয়ার গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণ পরীক্ষা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৫৪ পূর্বাহ্ন, ২৪শে আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

উত্তর কোরিয়া আবারও গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণ পরীক্ষা চালিয়েছে। তবে এবারও এক্ষেত্রে ব্যর্থ হয়েছে দেশটি। গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণে এটি দেশটির দ্বিতীয় পরীক্ষা ছিল। গত মে মাসে পিয়ং ইয়ং প্রথমবারের মতো গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণ পরীক্ষা চালিয়েছিল।  

বৃহস্পতিবার (২৪ আগস্ট) সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। 

প্রতিবেদনে বলা হয়েছে, মহাকাশের কক্ষপথে সামরিক গোয়েন্দা স্যাটেলাইট পাঠাতে উত্তর কোরিয়ার প্রচেষ্টা দ্বিতীয়বারের মতো ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। 

এব্যাপারে উত্তর কোরিয়ার সরকারি সংবাদমাধ্যম দ্য কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) বলেছে, বৃহস্পতিবার ভোরে এই স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়। স্যাটেলাইট বহনকারী রকেটের প্রথম এবং দ্বিতীয় পর্যায়ের উড্ডয়ন স্বাভাবিক ছিল, কিন্তু তৃতীয় পর্যায়ের উড্ডয়নের সময় ব্লাস্টিং সিস্টেমে ত্রুটির কারণে উৎক্ষেপণটি ব্যর্থ হয়ে যায়।

এদিকে উত্তর কোরিয়ার  গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণ পরীক্ষার ব্যাপারে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ওয়াশিংটন বলেছে, “উত্তর কোরিয়া গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণ প্রচেষ্টার মাধ্যমে জাতিসংঘের নিয়ম ভঙ্গ করেছে।”

তবে অক্টোবর মাসে উত্তর কোরিয়া আবারও সামরিক গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণের চেষ্টা চালাবে বলেও জানিয়েছে পিয়ং ইয়ং।

এম.এস.এইচ/

উত্তর কোরিয়া পিয়ং ইয়ং স্যাটেলাইট

খবরটি শেয়ার করুন