বুধবার, ২৩শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৮ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশ থেকে যাওয়া ১০ হাজার হিন্দু পরিবারকে জমি দিচ্ছেন যোগী আদিত্যনাথ *** জেমসের কনসার্টের আয়ের অংশ দেওয়া হবে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের *** অতি দ্রুত নির্বাচনই উত্তরণের পথ: মির্জা ফখরুল *** আরও ১৩টি দল ও জোটের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা *** ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে প্রস্তুত ইরান, পরমাণু কর্মসূচি চলবে: পেজেশকিয়ান *** নির্বাচন কমিশন গঠনপ্রক্রিয়া নিয়ে একমত হয়েছে সবাই: আলী রীয়াজ *** পাকিস্তানকে কাঁপিয়ে সেরা দশে মোস্তাফিজ *** মৃতের সংখ্যা নিয়ে গুজব: গণমাধ্যম তদন্ত করলে সহযোগিতা করবে আইএসপিআর *** এশিয়ার সেরা নির্মাতার পুরস্কার পাচ্ছেন ইরানি পরিচালক জাফর পানাহি *** স্বেচ্ছায় পদত্যাগের অভিপ্রায় নেই, নিয়োগকর্তা বললে চলে যাব: শিক্ষা উপদেষ্টা

বাংলাদেশিদের সুদান ভ্রমণ না করার পরামর্শ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৫৪ অপরাহ্ন, ২২শে এপ্রিল ২০২৩

#

ছবি: সংগৃহীত

সুদানে সশস্ত্র সংঘর্ষের কারণে দেশটিতে ভ্রমণ না করার জন্য বাংলাদেশিদের পরামর্শ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে এ পরামর্শ দেয় মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশি নাগরিকদের জন্য এখন সুদান ভ্রমণ নিরাপদ নয়। এ কারণে সব বাংলাদেশি নাগরিকদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হচ্ছে। বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে এ পরামর্শটি অবগত করা হলো।

এদিকে এ ব্যাপারে দূতাবাসের পক্ষ থেকে সুদানে বসবাসরত বাংলাদেশিদেরও পরামর্শ দেওয়া হচ্ছে।

সুদানে সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) লড়াইয়ে এখন পর্যন্ত বহু মানুষ নিহত হয়েছে। সংঘাত চলতে থাকায় রাজধানী খার্তুম ছেড়ে পালিয়ে যাচ্ছে মানুষ।

জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, লড়াইয়ে মৃতের সংখ্যা আরও বেশি হতে পারে। কারণ মরদেহগুলো রাস্তায় পড়ে আছে এবং সেগুলো সেখান থেকে উদ্ধার করা এ মুহূর্তে খুব বিপজ্জনক। চিকিৎসকদের একটি সিন্ডিকেট হতাহতদের পর্যবেক্ষণ করছেন। আহত অনেকে চিকিৎসার জন্য হাসপাতালেও যেতে পারছেন না। বিশ্বের বিভিন্ন দেশের সরকার সুদানে আটকে থাকা হাজার হাজার নাগরিককে সরিয়ে নেওয়ার পরিকল্পনা শুরু করেছে। আটকে পড়াদের মধ্যে জাতিসংঘের অনেক কর্মীও রয়েছেন।

২০২১ সালে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলে নেওয়া দেশটির দুই জেনারেলের বাহিনীর মধ্যে গত শনিবার সহিংসতা শুরু হয়। সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল-বুরহানের ও তার ডেপুটি মোহাম্মদ হামদান ডাগলো নেতৃত্বাধীন আরএসএফ সদস্যদের মধ্যে এই সহিংসতা ছড়িয়ে পড়েছে। গণতান্ত্রিক উত্তরণের লক্ষ্যে চূড়ান্ত চুক্তির মূল শর্ত ছিল আরএসএফকে সেনাবাহিনীর সঙ্গে একীভূতকরণ। কিন্তু আরএসএফ এখনই একীভূত হতে চায় না। তারা এর জন্য অন্তত ১০ বছর সময় চায়।

এম/

আরো পড়ুন:

রোহিঙ্গাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে : পররাষ্ট্রমন্ত্রী

সুদান পররাষ্ট্র মন্ত্রণালয়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন