বুধবার, ১৭ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২রা শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

বাজপাখির কাউন্ট ডাউন শুরু, এফ-১৬ এখন ইউক্রেনে

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৩৩ পূর্বাহ্ন, ২৩শে আগস্ট ২০২৩

#

ছবি: রয়টার্স

নেদারল্যান্ডসের দেওয়া যুক্তরাষ্ট্রের তৈরি এফ-১৬ যুদ্ধবিমান ইউক্রেনে পৌঁছেছে। যুদ্ধবিমানটি পরিচালনার জন্য ইউক্রেনের বিমানবাহিনীকে ডেনমার্কে প্রশিক্ষণ দেয়াও শুরু হয়েছে। 

ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেকসি রেজনিকভ ও ডেনমার্কের সশস্ত্র বাহিনী মঙ্গলবার (২২ আগস্ট) এসব তথ্য নিশ্চিত করেছেন। 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ  এক পোস্টে ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘নেদারল্যান্ডস থেকে প্রথম এফ-১৬ যুদ্ধবিমান ইউক্রেনে পৌঁছেছে। বড় বাজপাখির কাউন্টডাউন শুরু হয়ে গেছে।’

এদিকে, ডেনমার্কের সশস্ত্র বাহিনী জানিয়েছে, ইউক্রেনের পাইলটদের এফ-১৬ যুদ্ধবিমান চালানোর প্রশিক্ষণ দেওয়া শুরু করেছে ডেনমার্ক।

এক বিবৃতিতে সশস্ত্র বাহিনী বলেছে, স্কাইস্ত্রোপে ডেনমার্কের সামরিক বিমানঘাঁটিতে আটজন ইউক্রেনীয় পাইলটকে প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছে। তাঁদের সঙ্গে আরও ৬৫ জন সেনা এসেছেন। তাদেরকে যুদ্ধবিমান রক্ষণাবেক্ষণ ও মেরামতের প্রশিক্ষণ দেওয়া হবে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, গ্রিসও ইউক্রেনের পাইলটদের এফ-১৬ যুদ্ধবিমান চালানোর প্রশিক্ষণ দিয়ে সহযোগিতার কথা জানিয়েছে।

১৯৭৯ সালে প্রথম এফ-১৬ যুদ্ধবিমানগুলো যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে যুক্ত করা হয়। ইরাক ও আফগানিস্তান যুদ্ধে যুক্তরাষ্ট্র এই যুদ্ধবিমান ব্যাপক হারে ব্যবহার করেছিল।

এম.এস.এইচ/

ডেনমার্ক রাশিয়া-ইউক্রেন এফ-১৬ নেদারল্যান্ড ডেনমার্ক

খবরটি শেয়ার করুন