সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

বাবা, আমি তোমার মতো উদার, ধৈর্য্যশীল, গুণী মানুষ হতে চাই

সাহিত্য ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৫২ অপরাহ্ন, ৩রা নভেম্বর ২০২৩

#

বাবা,

আমার প্রতিটা প্রার্থনায় সুস্থতা কামনা আর দীর্ঘজীবন কামনায় সর্বপ্রথম আপনার নাম থাকে। সৃষ্টির নিয়ম অনুসারে বাবার প্রতি মেয়েদের এক আলাদা রকম টান থাকে। আমিও তার ব্যতিক্রম নই। কোনো বাবাই সন্তানের নিকট খারাপ হয় না। তবুও আমার বাবার মতো বাবা শতভাগ একটাই মেলে।

আমিও সবসময় এটাই বলিআমি আপনার মতো হতে চাই বাবা। এক উদার মানসিকতার মাটির মানুষ। এক ধৈর্য্যশীল অতি সাধার মানুষ। এক কোমল হৃদয়ের খোদাভীরু মানুষ। হ্যাঁ, আপনার প্রতিটা গুণ নিজের মাঝে ফোটাতে চাই, আমি আপনার মতো হতে চাই।  

আপনার আদর-স্নেহের ঋণ কখনো শোধ করার মতো নয় আমি সারাজীবন এই ঋণ আপনার তহবিলে বাড়াতেই চাই। আপনার কাছে এই চিঠিটা শুধু একটা লেখাই নয়, আমার কান্নাজড়িত অনুভূতি আপনার কাছে  বাবা। 

আমার কখনো আপনার কাছে কোনো আবদার করতে হয়নি, আমি ইচ্ছে পোষ করলেই সেটা আমার সামনে উপস্থিত করেছেন। আমার একদিন মন খারাপ হলে আপনি একমাস খুশির ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহর সামনে জবাব দেওয়ার মতো বা মানুষের প্রকৃতির সাথে মেশার মতো শিক্ষা আমায় দিয়েছেন। 

কত ভুল করেছি, কত কষ্ট দিয়েছি, তার শাস্তিস্বরূপ শুধু ভালোবাসাই দিয়েছেন। ব্যক্ত করতে হয়তো সক্ষম হইনি, কিন্তু আমিও আপনাকে অনেক ভালোবাসি ‘বাবা’।

——ইতি

আপনার বড় মেয়ে

তাহসীনা

আরো পড়ুন : সত্যিই বাবা, তুমি আমার জীবনের ভুবন রাঙানো হাসি 

এস/ আই.কে.জে/

বাবা ঋণ মেয়ে

খবরটি শেয়ার করুন