মঙ্গলবার, ২৭শে আগস্ট ২০২৪ খ্রিস্টাব্দ
১২ই ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাত আটক *** পল্লী বিদ্যুতের সব স্থাপনা ও অফিসের নিরাপত্তা জোরদার *** বিএসএমএমইউর নতুন উপাচার্য অধ্যাপক সায়েদুর রহমান *** নির্বাচন কমিশনারদের নিয়োগে দায়মুক্তি নিয়ে হাইকোর্টের রুল *** গুটি কয়েক নেতার অপরাধে আ.লীগের নিবন্ধন বাতিল করা যাবে না : অ্যাটর্নি জেনারেল *** ব্যাংক হিসাব থেকে কোনো টাকা তুলতে পারবে না এস আলম পরিবার *** তিন হাজার ৫৬৭ বন্যার্তকে উদ্ধার করেছে সশস্ত্র বাহিনী *** আশ্রয়কেন্দ্রে জন্ম নিলো ফুটফুটে শিশু *** ফারাক্কার গেট খুললেও বাংলাদেশে শঙ্কার কারণ নেই : বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র *** ফারাক্কার গেট খোলার পরও পদ্মায় পানি কমছে

বুবলীর ‘লোকাল’-এ আগ্রহ বাড়ছে

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১৭ অপরাহ্ন, ২৪শে এপ্রিল ২০২৩

#

ছবি: সংগৃহীত

নির্মাতা সাইফ চন্দন নির্মাণ করেছেন সিনেমা ‘লোকাল’। এতে দ্বিতীয়বারের মতো জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়ক আদর আজাদ ও শবনম বুবলী। ঈদুল ফিতর উপলক্ষে সিনেমাটি দেশজুড়ে ১১টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। মুক্তির প্রথম দিন থেকেই দর্শক আগ্রহে রয়েছে সিনেমাটি।

প্রথম ও দ্বিতীয় দিন স্টার সিনেপ্লেক্সে সিনেমাটি মোটামোটি হাউজফুল গিয়েছে। অন্যান্য প্রেক্ষাগৃহগুলোতেও চোখে পড়ার মতো দর্শক ছিল বলে জানা গেছে।

রোববার (২৩ এপ্রিল) বসুন্ধরা শাখার স্টার সিনেপ্লেক্সে ছিল হাউজফুল। নিদিষ্ট সময়ের আগেই ‘লোকাল’র টিকিট শেষ হয়ে যায়। এ তথ্য নিশ্চিত করেছে সিনেপ্লেক্সের ম্যানেজার। এদিন অনেকেই টিকিট না পেয়ে ফিরে গিয়েছেন বলে জানা গেছে। এমন সাড়ায় উচ্ছ্বসিত সিনেমা সংশ্লিষ্টরা।

এ প্রসঙ্গে পরিচালক সাইফ চন্দন বলেন, আলহামদুলিল্লাহ ট্রেইলার, গানের পর এবার সিনেমাটিও দর্শক পছন্দ করছে। মুক্তির প্রথম দিন থেকেই দর্শকের ইতিবাচক সাড়া পাচ্ছি। সিনেপ্লেক্স সহ বেশ কয়েকটি প্রেক্ষাগৃহে সিনেমাটি হাউজফুল যাচ্ছে। এ ধারা বজায় থাকলে ঈদের ব্যবসা সফল সিনেমার মধ্যে অন্যতম হবে এটি।

ক্লিওপেট্রা ফিল্মস প্রয়োজিত সিনেমাটির গল্প ও চিত্রনাট্যে করেছেন ফেরারী ফরহাদ। ‘লোকাল’ সিনেমাটিতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, সাঞ্জু জন, এলিনা শাম্মী, আনোয়ার, স্বাধীন, শিবা শানু, ডন, বড়দা মিঠু, আহমেদ শরীফ প্রমুখ।

এম/

আরো পড়ুন:

হল ও দর্শক টানায় এগিয়ে শাকিব
 

শবনম বুবলী ঈদুল ফিতর সিনেমা

খবরটি শেয়ার করুন