বুধবার, ২৩শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৮ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশ থেকে যাওয়া ১০ হাজার হিন্দু পরিবারকে জমি দিচ্ছেন যোগী আদিত্যনাথ *** জেমসের কনসার্টের আয়ের অংশ দেওয়া হবে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের *** অতি দ্রুত নির্বাচনই উত্তরণের পথ: মির্জা ফখরুল *** আরও ১৩টি দল ও জোটের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা *** ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে প্রস্তুত ইরান, পরমাণু কর্মসূচি চলবে: পেজেশকিয়ান *** নির্বাচন কমিশন গঠনপ্রক্রিয়া নিয়ে একমত হয়েছে সবাই: আলী রীয়াজ *** পাকিস্তানকে কাঁপিয়ে সেরা দশে মোস্তাফিজ *** মৃতের সংখ্যা নিয়ে গুজব: গণমাধ্যম তদন্ত করলে সহযোগিতা করবে আইএসপিআর *** এশিয়ার সেরা নির্মাতার পুরস্কার পাচ্ছেন ইরানি পরিচালক জাফর পানাহি *** স্বেচ্ছায় পদত্যাগের অভিপ্রায় নেই, নিয়োগকর্তা বললে চলে যাব: শিক্ষা উপদেষ্টা

শরীরচর্চার জন্য কখন ভালো সময় সকাল নাকি সন্ধ্যা!

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১২:০৮ অপরাহ্ন, ২৩শে জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

ছঁকে বাধা জীবন নিজের দিকে আলাদাভাবে মন দেওয়ার সুযোগ দেয় না। শরীরচর্চা করতে পারলে নিয়মের একঘেঁয়েমি অনেকটাই কাটে। কিন্তু সময় কোথায়? ব্যায়াম বা শরীরচর্চা সুস্থ থাকার পথ দেখায়। ফলে সময় বার করতেই হবে। সকালে না হোক, অন্তত সন্ধ্যার পরে। নিয়মিত ব্যায়াম অভ্যাস শুধু শরীর সুস্থ রাখে না, মনেরও যত্ন নেয়। খেয়াল রাখা জরুরি যে, শরীরচর্চার জন্য ঠিক সময় বলে কিছু নেই।

সপ্তাহে দিন ছয়েক ৯টা থেকে ৬টা পর্যন্ত যাঁরা কাজ করেন, সকালে উঠেই ব্যায়াম বা যোগ অভ্যাস করার সুযোগ তাঁদের না-ই হতে পারে। সে ক্ষেত্রে সন্ধ্যা-রাতে একটু দৌড়নো কিংবা জিমে যাওয়ার চেষ্টা থাকুক। যাঁরা ভোরে ওঠেন, তাঁদের জন্য অবশ্যই সেটা শরীরচর্চার সবচেয়ে ভাল সময়। তবে সন্ধ্যার পরে কিছুক্ষণ ঘাম ঝরানো হলেও কোনও ক্ষতি নেই। বরং উপকার হবে। দেখে নেওয়া যাক কোন সময়টা ভালভাবে ব্যবহার করা যায় শরীরের যত্ন নেওয়ার জন্য। 

সকাল : ব্যায়াম করার জন্য এই সময়টা খুব কার্যকর। সকালে আধ ঘণ্টা বা ৪০ মিনিট শরীরচর্চা করতে পারলে গোটা দিনটা ঝরঝরে লাগে। নিয়মিত শরীরচর্চা এন্ডরফিরন নামক একটি হর্মোনের নিঃসরণ বাড়িয়ে দেয়। তাতে মন ভাল থাকে। ফলে ব্যায়ামের পরে ক্লান্ত লাগে না, বরং আনন্দ হয়। কাজ করার ইচ্ছা বাড়ে। সে রান্নাবান্না হোক বা রোজের অফিসের দায়িত্ব সবটাই অনেক ভালভাবে করা যায়।

রোজের কাজের শেষে সামাজিক মেলামেশাতেও বিরক্তি আসে না। সকালের দিকে ব্যায়াম করার আরও একটি সুফল আছে। এতে খিদে বাড়ে। হজম ভাল হয়। খাওয়ার ইচ্ছে যত তৈরি হবে, শরীরে ততই প্রয়োজনীয় সব জিনিসপত্র যাবে। অর্থাৎ, স্বাস্থ্য ভাল রাখতেও সাহায্য মিলবে। 

 সন্ধ্যা : সকালের শরীরচর্চা যেমন বেশি কাজের, তেমনই কর্মব্যস্ত মানুষের জন্য সান্ধ্য ব্যায়াম অভ্যাসই ভাল। তাতে সকালে সামান্য হলেও বেশি ঘুম হয়। যা অত্যন্ত জরুরি। সন্ধ্যায় ব্যায়াম করার একটা ভাল দিক হল, ততক্ষণে দিনের অনেকটা কাজ করে ফেলেছে শরীর। ভারী ব্যায়ামের জন্য তৈরি হয়ে গিয়েছে। ফলে যাঁরা ওজন তোলা বা অনেক ক্ষণ দৌড়নোর মতো কিছু করতে চান, তাঁদের জন্য এই সময়টা সুবিধের।

আরো পড়ুন: ফিটনেস রুটিন কেন জরুরি

সন্ধ্যায় ব্যায়াম করলে শরীরের খানিকটা আরাম হয়। সারা দিনের কাজের ধকল শরীর থেকে ঝেরে ফেলা যায় এর মাধ্যমে। ফলে রাতের ঘুমটা ভাল হয়। অর্থাৎ, সকালে ব্যায়াম করার সময় হয় না বলে এড়িয়ে যাওয়ার মানে হয় না। কাজের পরে যদি কিছুটা সময় থাকে, তখনই কিছুটা ব্যায়াম করা যাক না। নিয়মিত শরীরচর্চা খুব গুরুত্বপূর্ণ। তা দিনে হোক বা রাতে।

এসি/ আই. কে. জে/ 


শরীরচর্চা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন