সোমবার, ১লা জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
১৭ই আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

শীতের বিকেলে মচমচে ফুলকপির বড়া

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪৯ পূর্বাহ্ন, ১৮ই জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

শীতকাল মানে বিভিন্ন পদের সমাহার। এই শীতের অন্যতম আকর্ষণীয় সবজি হলো ফুলকপি। এই সবজি দিয়ে তৈরি করা যায় সুস্বাদু সব খাবার। ফুলকপির কোর্মা, ফুলকপির রোস্ট, ফুলকপির পায়েস তৈরি করেও খাওয়া যায়। আবার আপনি চাইলে খুব সহজেই তৈরি করতে পারবেন ফুলকপির বড়া। শীতের বিকেলের নাস্তা হিসেবে কিংবা অতিথি আপ্যায়নেও রাখতে পারেন এই পদ। চলুন জেনে নেওয়া যাক ফুলকপির বড়া তৈরির রেসিপি-

উপকরণ:

ফুলকপি- ১টি

ময়দা ও কর্নফ্লাওয়ার- ১ কাপ

কালিজিরা- এক চিমটি

ধনিয়াপাতা কুচি- ২ টেবিল চামচ

কাঁচা মরিচ কুচি- ১ টেবিল চামচ

আরো পড়ুন : বিফ ক্যাপসিকাম ফ্রাই

চিনি- আধা চা চামচ

লবণ- স্বাদমতো

টেস্টিং সল্ট- এক চিমটি

গোলমরিচ গুঁড়া- আধা চা চামচ

সয়াসস- ১ টেবিল চামচ

ডিম- ১টি

তেল- ভাজার জন্য

পদ্ধতি:

ফুলকপি লবণ দিয়ে একটু ভাপ দিয়ে তুলে নিন। তেল ছাড়া সব উপকরণ পানি দিয়ে গোলা তৈরি করুন। খুব পাতলা বা খুব ঘন যেন না হয়। ভাপানো ফুলকপি গোলায় চুবিয়ে ডুবো তেলে ভাজুন। গরম গরম পোলাও বা ভাতের সঙ্গে পরিবেশন করুন। এটি চাইলে পছন্দের যেকোনো সসের সঙ্গেও পরিবেশন করতে পারবেন।

এস/ আই. কে. জে/ 

রেসিপি ফুলকপির বড়া

খবরটি শেয়ার করুন