বৃহঃস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

সুপ্রিম কোর্টে ৪ হাজার বই দান করলেন ব্যারিস্টার রোকন উদ্দিন

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:৫০ অপরাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের লাইব্রেরিতে চার হাজার বই দান করেছেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ। বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশের আইন ও মামলা সংক্রান্ত এ চার হাজার বই নিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের লাইব্রেরির যাত্রা শুরু হয়েছে।

ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ তার সব বই দান করার কারণ প্রসঙ্গে বলেন, আমি হয়তো কিছুদিন পর থাকবো না। আমার পরিবারে কোনো আইনজীবী নেই। তাই সারা জীবনের সংগ্রহ করা চার হাজার বই সুপ্রিম কোর্টে ডোনেট করলাম। আমার বিশ্বাস এখানে বইগুলোর সঠিক ব্যবহার হবে।

এক প্রশ্নের জবাবে রোকন উদ্দিন মাহমুদ বলেন, সুপ্রিম কোর্টে মাঝে মধ্যে আসবো। কিন্তু আগের মতো আইনপেশায় নিয়মিত থাকা হবে না।

প্রখ্যাত আইনজীবী ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দুইবার সভাপতি ছিলেন। 

রোববার (১০ সেপ্টেম্বর) সকালে সুপ্রিম কোর্টের মূল ভবনের নিচতলায় সুসজ্জিত লাইব্রেরি কক্ষ উদ্বোধন করা হয়। সাবেক প্রধান বিচারপতি এ টি এম আফজাল এই লাইব্রেরির উদ্বোধন করেন। এ সময় প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, সাবেক প্রধান বিচারপতি তাফাজ্জল হোসেন, সৈয়দ মাহমুদ হোসেন, আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি বোরহান উদ্দিন, বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকীসহ আপিল বিভাগের সাবেক বিচারপতিরা উপস্থিত ছিলেন।

আর.এইচ/ আই. কে. জে/ 

ব্যারিস্টার রোকন উদ্দিন

খবরটি শেয়ার করুন