শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

৫ ইঞ্চি লম্বা হতে ২ কোটি টাকা খরচ করলেন তিনি!

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১০:০২ পূর্বাহ্ন, ২৫শে এপ্রিল ২০২৩

#

ছবি: সংগৃহীত

তরুণরা উচ্চতা বাড়ানোর জন্য দড়িলাফ, সাইকেল চালানো বা সাঁতার কাটার মতো ব্যায়াম করেন। উচ্চতা নিয়ে হীনমন্যতায় ভোগা যুক্তরাষ্ট্রের মোজেস গিবসনও সম্ভাব্য সব চেষ্টা করেছিলেন। কিন্তু কাজ হয়নি। এরপর ওষুধ সেবন থেকে আধ্যাত্মিক চিকিৎসকের দ্বারস্থও তিনি হয়েছেন লম্বা হওয়ার আশায়। তাতেও ফল আসেনি আশানুরূপ। তবে হতাশ হননি গিবসন। শেষ পর্যন্ত লম্বা হতে করেছেন দুই দফা অস্ত্রোপচার, খরচ করেছেন কাঁড়ি কাঁড়ি টাকা। এর মাধ্যমেই নিজের উচ্চতা ৫ ইঞ্চি বাড়িয়ে নিতে সক্ষম হয়েছেন তিনি।

দুই দফা অস্ত্রোপচারে তার খরচ হয়েছে প্রায় ১ লাখ ৭৩ হাজার ডলার অর্থাৎ ১ কোটি ৮৩ লাখ টাকা। ৪১ বছর বয়সী গিবসন বলেন, আমার উচ্চতা ছিল ৫ ফুট ৫ ইঞ্চি। তাতে আমি মোটেও সুখী ছিলাম না। যা আমার ড্যাটিং লাইফে প্রভাব ফেলছিল। মাঝেমধ্যে জুতায় আমি নানা বস্তু দিয়ে নিজের উচ্চতা বাড়ানোর চেষ্টা করেছি, কিন্তু তাতে খুব একটা ভালো ফল হয়নি।

গিবসন একজন সফটওয়্যার প্রকৌশলী। প্রথমবার অস্ত্রোপচারের ৭৫ হাজার ডলার তিনি জমিয়েছেন তিন বছর দিনে চাকরি ও রাতে উবার চালিয়ে। এরপর ২০১৬ সালে প্রথম অস্ত্রোপচারের পর তার উচ্চতা ৩ ইঞ্চি বেড়ে হয় ৫ ফুট ৮ ইঞ্চি। কিন্তু এতেও গিবসন সন্তুষ্ট ছিলেন না। তাই অসন্তুষ্টি নিয়ে চলতি বছরের মার্চে তিনি আবার চিকিৎসকের দ্বারস্থ হন। এবার অস্ত্রোপচারে তার খরচ হয়েছে ৯৮ হাজার ডলার। এর মাধ্যমে আরও দুই ইঞ্চি উচ্চতা বাড়বে বলে জানান গিবসন।

এমএইচডি/ আই. কে. জে/

আরো পড়ুন:

মানুষ কীসে সুখী হয়, জানালো গবেষণা

তরুণ উচ্চতা যুক্তরাষ্ট্র সফটওয়্যার প্রকৌশলী অস্ত্রোপচার

খবরটি শেয়ার করুন