মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজ রাষ্ট্রীয় শোক *** সংসদে সংরক্ষিত আসন চায় দলিত সম্প্রদায় *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নরেন্দ্র মোদির শোক *** সাগরিকার হ্যাটট্রিকে নেপালকে উড়িয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর শোক *** হাসপাতাল এলাকায় অহেতুক ভিড় না করার অনুরোধ প্রধান উপদেষ্টার *** নিরীহদের হয়রানি না করতে অনুরোধ গোপালগঞ্জ জেলা বিএনপির *** পাইলট বিমানটিকে জনবিরল এলাকায় নেওয়ার চেষ্টা করেন: আইএসপিআর *** বিসিবির সিদ্ধান্ত বদল, স্টেডিয়ামে খাবার নিয়ে ঢুকতে মানা *** বিমান দুর্ঘটনা থেকে অল্পের জন্য বাঁচলেন অভিনেত্রী সানা

কাঁচা মরিচের কেজি ২৮০ টাকা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:৫৪ অপরাহ্ন, ৩০শে সেপ্টেম্বর ২০২৩

#

কাঁচা মরিচের দাম চলতি বছরের জুন-জুলাই মাসে রেকর্ড করেছিল। নিত্যপ্রয়োজনীয় এ পণ্যের দাম তখন কেজি প্রতি হাজার টাকা ছাড়িয়েছিল। মাঝে আমদানিসহ ভোক্তা অধিকারের তদারকিতে দাম কমেছিল কাঁচা মরিচের। কিন্তু আবার কাঁচা মরিচের দাম বেড়েছে। 

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে কেজি প্রতি ২৪০-২৮০ টাকা দরে।

গত ৪৮ ঘণ্টার ব্যবধানে কাঁচা মরিচের দাম প্রায় দ্বিগুণ বেড়েছে বলে জানান ভোক্তারা। এর সঙ্গে বেড়েছে পেঁয়াজের দামও। কাঁচা মরিচের ঝাল আর পেঁয়াজের ঝাঁজে নাভিশ্বাস ক্রেতাদের।

ভোক্তারা হঠাৎ করে এ দুটি পণ্যের দাম বৃদ্ধির কোনো কারণ খুঁজে পাননি। তবে ব্যবসায়ীরা বলছেন, ভারত থেকে কাঁচা মরিচ আমদানি বন্ধ থাকায় দাম বেড়েছে। আমদানি বন্ধ থাকায় বেড়েছে দেশি মরিচের দামও।

এদিকে দাম নির্ধারণের দুই সপ্তাহ পার হলেও বাজারে নির্ধারিত দামে বিক্রি হচ্ছে না আলু। ভোক্তা জানান, শুধু দাম নির্ধারণই করা হয়েছে। কোনো মনিটরিং হচ্ছে না। কোথাও সরকার নির্ধারিত দাম অর্থ্যাৎ ৩৫-৩৬ টাকা কেজিতে আলু বিক্রি হচ্ছে না।

কারওয়ান বাজার ঘুরে দেখা যায়, সরকারের বেঁধে দেয়া দামে বিক্রি হচ্ছে না আলু, পেঁয়াজ, ডিম। চাল এবং শাকসবজির দামও বাড়তি। বাজারে পেঁপে প্রতি কেজি ২৫-৩০ টাকা, বেগুন ৬০-৭০ টাকা, করলা ৬০-৭০ টাকা, ধুন্দল ৫০ টাকা, চিচিঙ্গা ৫০ টাকা, শসা ৬০ টাকা, গাজর ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগির দাম কিছুটা কমলেও কমেনি সোনালি ও দেশি মুরগির দাম।

ওআ/



কাঁচা মরিচ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন