মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজ রাষ্ট্রীয় শোক *** সংসদে সংরক্ষিত আসন চায় দলিত সম্প্রদায় *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নরেন্দ্র মোদির শোক *** সাগরিকার হ্যাটট্রিকে নেপালকে উড়িয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর শোক *** হাসপাতাল এলাকায় অহেতুক ভিড় না করার অনুরোধ প্রধান উপদেষ্টার *** নিরীহদের হয়রানি না করতে অনুরোধ গোপালগঞ্জ জেলা বিএনপির *** পাইলট বিমানটিকে জনবিরল এলাকায় নেওয়ার চেষ্টা করেন: আইএসপিআর *** বিসিবির সিদ্ধান্ত বদল, স্টেডিয়ামে খাবার নিয়ে ঢুকতে মানা *** বিমান দুর্ঘটনা থেকে অল্পের জন্য বাঁচলেন অভিনেত্রী সানা

কেনিয়ায় ঋণ খেলাপির দায়ে চীনা কোম্পানির বিরুদ্ধে মামলা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫৫ পূর্বাহ্ন, ২২শে মে ২০২৩

#

কেনিয়ার সাব কন্ট্রাক্টর পরিষেবার জন্য ৪৫০ লাখ ঋণ পরিশোধ করতে অস্বীকার করায় একটি চীনা নির্মাণ সংস্থার বিরুদ্ধে মামলা করেছে কেনিয়া। টুক চিলো লিমিটেড চায়না রোড এন্ড ব্রিজ কর্পোরেশন (সিআরবিসি) এর বিরুদ্ধে মামলা করেছে এবং দাবি করেছে যে চীনা এ সংস্থাটি বিভিন্ন অনানুষ্ঠানিক বসতিতে রাস্তা নির্মাণ ও উন্নয়ন প্রকল্পে অর্থ প্রদানে অস্বীকৃতি জানিয়েছে। 

স্থানীয় এ সংস্থাটির দাবি চীনা প্রতিষ্ঠানটি ঋণ পরিশোধ না করেই কেনিয়া ছেড়ে চীন যাওয়ার পরিকল্পনা করছে।

হাইকোর্টের বিচারক আলফ্রেড মাবেয়া মামলার শুনানি না হওয়া পর্যন্ত কেনিয়া থেকে চীনা ফার্মকে তাদের সরঞ্জাম বিক্রি, ইজারা বা সরানো সম্পর্কে নিষেধাজ্ঞা জারি করেন।

২০২১ সালের ১২ জুলাই চীনা কোম্পানিটি চুক্তিতে আসে। চুক্তি অনুযায়ী, নাইরোবিতে বিভিন্ন অনানুষ্ঠানিক বসতি ও ঘনবসতিপূর্ণ এলাকায় রাস্তা নির্মাণ ও উন্নয়নের প্রকল্প হাতে নেয় তারা।

চুক্তি সম্পাদনের পর কোম্পানিটিকে ২০২২ সালের ২৮ ফেব্রুয়ারি একটি শংসাপত্র প্রদান করা হয়, যা তারা ১৫ মার্চ গ্রহণ করে।

আরো পড়ুন: আরব অঞ্চলকে সংঘাতময় করতে দেব না : সৌদি প্রিন্স

প্রকল্প শেষে চীনা কোম্পানিকে চালান ইস্যু করলে তারা একটি অংশ পরিশোধ করলেও ৪৪৩.৯ লাখের মতো অর্থ পরিশোধে অস্বীকৃতি জানায়।

বকেয়া অর্থ নিয়ে অনেকবার সিআরবিসি এর সাথে বৈঠকে বসলেও কোনও ধরনের সমাধানে আসা যায়নি। 

বকেয়া অর্থের পরিমাণ অনেক এবং এ টাকা পরিশোধ না করলে কেনিয়া আর্থিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হবে। গতকাল বিচারপতি মাবেয়ার সামনে অভিযোগটি তুলে ধরা হলে তিনি এ অভিযোগের পরবর্তী সিদ্ধান্তের জন্য ৭ জুন নির্ধারণ করেন।

এম এইচ ডি/ আইকেজে 
 

কেনিয়া ঋণ খেলাপি চীন মামলা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন