মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজ রাষ্ট্রীয় শোক *** সংসদে সংরক্ষিত আসন চায় দলিত সম্প্রদায় *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নরেন্দ্র মোদির শোক *** সাগরিকার হ্যাটট্রিকে নেপালকে উড়িয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর শোক *** হাসপাতাল এলাকায় অহেতুক ভিড় না করার অনুরোধ প্রধান উপদেষ্টার *** নিরীহদের হয়রানি না করতে অনুরোধ গোপালগঞ্জ জেলা বিএনপির *** পাইলট বিমানটিকে জনবিরল এলাকায় নেওয়ার চেষ্টা করেন: আইএসপিআর *** বিসিবির সিদ্ধান্ত বদল, স্টেডিয়ামে খাবার নিয়ে ঢুকতে মানা *** বিমান দুর্ঘটনা থেকে অল্পের জন্য বাঁচলেন অভিনেত্রী সানা

গাড়ি থেকে রাস্তায় ময়লা ফেললে ৩০ হাজার টাকা জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৩৫ পূর্বাহ্ন, ৫ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে কোনো চলন্ত গাড়ি থেকে রাস্তায় ময়লা-আবর্জনা ফেললে ওই গাড়ির মালিককে বাংলাদেশি মুদ্রা ২৯ হাজার ৬৮৩ টাকা গুণতে হবে। 

শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আবুধাবি পুলিশের মনিটরিং অ্যান্ড কন্ট্রোল সেন্টার। রাজধানীকে পরিচ্ছন্ন ও দূষণমুক্ত রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আবুধাবি পুলিশের এক কর্মকর্তা আমিরাতভিত্তিক দৈনিক গালফ নিউজকে বলেন, ‘আমিরাতের প্রচলিত আইন অনুসারে চলন্ত গাড়ি থেকে রাস্তায় আবর্জনা ফেলা শাস্তিযোগ্য অপরাধ। কিন্তু অনেক গাড়িচালক ও যাত্রীদের মধ্যে এ বিষয়ে সচেতনতার অভাব থাকায় বাধ্য হয়েই জরিমানা আরোপের এই পদক্ষেপ নেওয়া হয়েছে।’

তিনি আরও জানান, বিভিন্ন আন্তর্জাতিক বিভিন্ন শহরের মতো আবুধাবিকেও একটি পরিচ্ছন্ন, দুষণমুক্ত ও গাছ-গাছালিতে ঘেরা একটি সুন্দর শহর হিসেবে গড়ে তুলতে চায় আমিরাতের সরকার। সে লক্ষ্যে ইতোমধ্যে কাজও শুরু হয়েছে; কিন্তু নাগরিকদের সহযোগিতা ব্যতীত তা সম্ভব নয়।

‘নাগরিক ও বাসিন্দাদের প্রতি অনুরোধ—দয়া করে নির্দিষ্ট স্থানে ময়লা-আবর্জনা ফেলুন। যদি কোনো নাগরিক বা বাসিন্দার বিরুদ্ধে খোলা সড়কে আবর্জনা ফেলার প্রমাণ পাওয়া যায়, সেক্ষেত্রে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণে পুলিশ কোনো ছাড় দেবে না,’ গালফ নিউজকে বলেন ওই কর্মকর্তা।

সূত্র : গালফ নিউজ

ওআ/


মধ্যপ্রাচ্য ময়লা জরিমানা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন