সোমবার, ২১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৪৮তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৫২০৬ *** খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত নেতানিয়াহু *** বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক: গোপালগঞ্জে প্রশাসন চাইলে রক্তপাত এড়ানো যেত *** পাকিস্তানকে উড়িয়ে ৯ বছর পর জিতল বাংলাদেশ *** এক ব্যক্তি প্রধানমন্ত্রী, সংসদ নেতা ও দলীয় প্রধান হওয়ার বিষয়ে তিন দলের ভিন্ন প্রস্তাব *** এত ‘নির্দোষ, নিরপরাধ, নিষ্পাপ’ সরকার আমি দেখিনি: দেবপ্রিয় ভট্টাচার্য *** গণগ্রেপ্তারের অভিযোগ এনে কোটালীপাড়ায় বিএনপির সংবাদ সম্মেলন *** গোপালগঞ্জে জারি করা কারফিউ ও ১৪৪ ধারা প্রত্যাহার *** পাকিস্তানকে দাঁড়াতেই দিলেন না তাসকিনরা *** শুটিংয়ে আহত হননি শাহরুখ

তিন বছরে যুক্তরাষ্ট্রে ভারতীয়দের বিনিয়োগ বেড়েছে ৮১%

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:২৬ অপরাহ্ন, ৬ই মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

তিন বছরে মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয়দের বিনিয়োগ ১ হাজার ৮০০ কোটি ডলার বা ৮১ শতাংশ বেড়েছে। ২০২০ সালে যুক্তরাষ্ট্রে যেখানে ভারতের বিনিয়োগের পরিমাণ ছিল ২২ বিলিয়ন বা ২ হাজার ২০০ কোটি মার্কিন ডলার, সেখানে তা বেড়ে এখন ৪০ বিলিয়ন বা ৪ হাজার কোটি ডলারে উঠেছে। তবে সামগ্রিক এই বিনিয়োগের অর্ধেকই হয়েছে মাত্র দুটি খাতে। খাত দুটি হলো ফার্মাসিউটিক্যালস বা ওষুধ ও তথ্যপ্রযুক্তি।

কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজের (সিআইআই) সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে। সংস্থাটি  জানায়, বিনিয়োগ বৃদ্ধির ফলে মার্কিন যুক্তরাষ্ট্রে ব্যবসারত ভারতীয় কোম্পানিগুলোতে ২০২০ সাল থেকে এ পর্যন্ত কর্মসংস্থান ২৪০ শতাংশ বেড়েছে। এসব কোম্পানিতে সব মিলিয়ে বর্তমানে ৪ লাখ ২৫ হাজার জনবল রয়েছে। তিন বছর আগে ২০২০ সালে এই সংখ্যা ছিল ১ লাখ ২৫ হাজার। খবর নিউজ ডট ইয়াহুর।

টাটা কনসালট্যান্সি সার্ভিসেস, ইনফোসিস, উইপ্রো, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ও এসসারের মতো ভারতীয় ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো সাম্প্রতিক বছরগুলোয় যুক্তরাষ্ট্রে তাদের ব্যবসা উল্লেখযোগ্যভাবে প্রসারিত করেছে। তবে তাদের বিনিয়োগ বৃদ্ধির কারণ ব্যাখ্যা করা হয়নি সিআইআইর প্রতিবেদনে।

সিআইআইর প্রতিবেদন মতে, যুক্তরাষ্ট্রে ভারতীয় কোম্পানিগুলোর মোট বিনিয়োগের ৫০ শতাংশই হয়েছে ফার্মাসিউটিক্যালস তথা ওষুধ ও তথ্যপ্রযুক্তি খাতে। সেখানে কোম্পানিগুলো তাদের করপোরেট সামাজিক দায়বদ্ধতার আওতায় প্রায় ১৮ কোটি ৫০ লাখ ডলার এবং গবেষণা ও উন্নয়ন কার্যক্রমের জন্য প্রায় ১০০ কোটি ডলার ব্যয় করেছে।

ভারতীয় কোম্পানিগুলো যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যেই সবচেয়ে বেশি বিনিয়োগ করেছে, যা পরিমাণে প্রায় এক–চতুর্থাংশ। এই রাজ্যে তাদের বিনিয়োগের পরিমাণ ৯৮০ কোটি ডলার। সেখানে কর্মসংস্থান হয়েছে প্রায় ২১ হাজার মানুষের। টেক্সাসের কর আইন ও পরিবেশ তুলনামূলকভাবে ব্যবসাবান্ধব হওয়ায় ভারতীয়রা এই রাজ্যে বেশি বিনিয়োগ করেন।

টেক্সাসের পেছনে রয়েছে জর্জিয়া রাজ্য, যেখানে ভারতীয় কোম্পানিগুলো বিনিয়োগ করেছে ৭৫০ কোটি ডলার। এ ছাড়া নিউ জার্সিতে ৪২০ কোটি, নিউইয়র্কে ২১০ কোটি ও ম্যাসাচুসেটসে ১৪০ কোটি ডলার বিনিয়োগ করেছে ভারতীয় কোম্পানিগুলো।

যুক্তরাষ্ট্রে ভারতীয় কোম্পানিগুলোতে দ্বিতীয় সর্বোচ্চ কর্মসংস্থান হয়েছে নিউইয়র্কে, যা সংখ্যায় ১৯ হাজারের বেশি।

আরো পড়ুন: জাপানে শিশুদের কান্নার প্রতিযোগিতা (ভিডিও)

সিআইআইর প্রতিবেদনে বলা হয়েছে, এই ভারতীয় কোম্পানিগুলোর বেশির ভাগেরই যুক্তরাষ্ট্রে বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে নিজেদের ব্যবসা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে। সেই সঙ্গে তারা আগামী পাঁচ বছরে আরও বেশি কর্মী নিয়োগ করতে চায়।

এসি/আইকেজে 

যুক্তরাষ্ট্র ভারতীয় বিনিয়োগ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন