সোমবার, ২১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাগরিকার হ্যাটট্রিকে নেপালকে উড়িয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর শোক *** হাসপাতাল এলাকায় অহেতুক ভিড় না করার অনুরোধ প্রধান উপদেষ্টার *** নিরীহদের হয়রানি না করতে অনুরোধ গোপালগঞ্জ জেলা বিএনপির *** পাইলট বিমানটিকে জনবিরল এলাকায় নেওয়ার চেষ্টা করেন: আইএসপিআর *** বিসিবির সিদ্ধান্ত বদল, স্টেডিয়ামে খাবার নিয়ে ঢুকতে মানা *** বিমান দুর্ঘটনা থেকে অল্পের জন্য বাঁচলেন অভিনেত্রী সানা *** জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনা মুলতবি *** বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক *** আগামীকাল একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

দুর্গাপূজায় হামলার কোনো আশঙ্কা নেই: সিএমপি কমিশনার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৩৩ অপরাহ্ন, ৮ই অক্টোবর ২০২৩

#

ছবি : সংগৃহীত

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার কৃষ্ণ পদ রায় বলেছেন, দুর্গাপূজায় হামলার কোনো আশঙ্কা নেই। আমরা সব সময় ভালোর প্রত্যাশা করি। সেই সঙ্গে খারাপের জন্য প্রস্তুতি থাকি। যে কোনো ধরনের খারাপ পরিস্থিতি সৃষ্টি হলে তা কীভাবে মোকাবিলা করতে হবে তার প্রস্তুতি আমাদের রয়েছে।

রোববার (৮ অক্টোবর) চট্টগ্রাম নগরীর দামপাড়া পুলিশ লাইনের মাল্টিপারপাস ড্রিল শেডে পূজা উদযাপন পরিষদের নেতাদের সঙ্গে নিরাপত্তা সমন্বয় সভা শেষে সাংবাদিকদের এসব কথা জানিয়েছেন তিনি।

পুলিশ কমিশনার বলেন, আমাদের একটি কুইক রেসপেন্স টিম সব সময় প্রস্তত থাকে। আমাদের সোয়াট ও বোম্ব ডিসপোজাল টিমও প্রস্তুত থাকবে। দেড় হাজার পুলিশ মোতায়েন থাকবে। চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে দুর্গাপূজা উপলক্ষে।

এর আগে দামপাড়া পুলিশ লাইনে মাল্টিপারপাস ড্রিল শেডে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, পূজা মণ্ডপের ধরন অনুযায়ী প্রতি বছরের ন্যায় এবারও চট্টগ্রাম মহানগরীতে প্রতিটি মণ্ডপে পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা সমন্বিতভাবে দায়িত্ব পালন করবে। এ ছাড়া র‌্যাব সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্ব পালন করবে। অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে ও প্রতিমা বিসর্জনের সময় ফায়ার ব্রিগেডের বিশেষ টিম সার্বক্ষণিক দায়িত্বে নিয়োজিত থাকবে।

সভায় সিএমপির পক্ষ থেকে পূজা উদযাপন কমিটির নেতাদের প্রতি প্রতিটি পূজামণ্ডপকেন্দ্রিক স্বেচ্ছাসেবক টিম গঠন ও টিমের সদস্যদের সার্বক্ষণিক পালাক্রমে নিরাপত্তা ডিউটিতে মোতায়েন এবং তাদের পরিচিতির জন্য নির্ধারিত আইডি কার্ড পরিধানের জন্য অনুরোধ জানানো হয়।

এ ছাড়া পূজামণ্ডপে দর্শণার্থী প্রবেশের সুবিধার্থে মহিলা ও পুরুষদের জন্য আলাদা প্রবেশ ও বহির্গমন পথের ব্যবস্থাকরণের সিদ্ধান্ত গৃহীত হয়। নিরাপত্তার স্বার্থে বড় পূজামণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন, মেটাল ডিটেক্টর, ফায়ার এক্সটিংগুইশার ও জেনারেটরের ব্যবস্থা রাখার জন্য নেতাদের প্রতি অনুরোধ জানান সিএমপি কমিশনার।

সিএমপি কমিশনার আরও বলেন, শারদীয় দুর্গাপূজা উদযাপনকালীন সময়ে সমগ্র মহানগরীতে মণ্ডপ কেন্দ্রীক মাদক, ছিনতাই এবং ইভটিজিং প্রতিরোধে পুলিশের অভিযান কার্যক্রম জোরদার, টহল বৃদ্ধি, সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি এবং ঊর্ধ্বতন অফিসার কর্তৃক নিয়মিতভাবে প্রতিটি পূজা মণ্ডপ পরিদর্শনের মাধ্যমে নিরাপত্তা প্রদানে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) এম এ মাসুদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) আবদুল মান্নান মিয়াসহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এসকে/ 

চট্টগ্রাম দুর্গাপূজা সিএমপি সিএমপি কমিশনার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন