বৃহস্পতিবার, ২৪শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৯ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের দৃষ্টান্তমূলক শাস্তি চায় বিএনপি *** আরও মামলায় গ্রেপ্তার ইনু-পলক-মমতাজ *** সমালোচনার মুখে বাংলাদেশ ব্যাংকের ‘ড্রেস কোড’ প্রত্যাহার *** সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনকাঠামো আসছে, পে কমিশন গঠন *** স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক: উপদেষ্টা আসিফ *** গ্রেপ্তারের ১২ ঘণ্টার মধ্যে পরিবারকে জানাতে হবে *** হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে বাসায় ফিরলেন খালেদা জিয়া *** ১০ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কিনতে রিটার্ন লাগবে না *** ঝুঁকিপূর্ণ সব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা চায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ইসিকে চিঠি *** বাংলাদেশ ব্যাংকে নারীদের শর্ট স্লিভ ড্রেস ও লেগিংস নিষেধ, পরতে হবে শালীন পোশাক-হিজাব

বিমানের ককপিটে রশ্মিকার ঠোঁটে ঠোঁট রাখলেন রণবীর!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:২১ অপরাহ্ন, ১১ই অক্টোবর ২০২৩

#

ছবি-সংগৃহীত

চকোলেট বয় ইমেজ ভেঙে এবার ‘অ্যানিমাল’ ছবিতে এংগ্রি ইয়ং ম্যান লুকে ধরা দিতে চলেছেন অভিনেতা রণবীর কাপুর। কিন্তু ধুন্ধুমার অ্যাকশনের পাশাপাশি কি রোম্যান্স একেবারেই থাকবে না? মঙ্গলবার একটি পোস্টার প্রকাশ করে সেই প্রশ্নেরই উত্তর দিলেন নির্মাতারা।

যেখানে অভিনেতাকে দেখা গেল ছবির নায়িকা রশ্মিকা মান্ধানার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে গভীর চুম্বনে মগ্ন। সেই পোস্টার ইতিমধ্যে ভাইরাল।

এ যেন মাঝআকাশের রূপকথা। বিমানের ককপিটে বসেই এমন কাণ্ড ঘটালেন রশ্মিকা মন্দনা ও রণবীর কপূর যে, ছবি দেখে হইচই নেটপাড়ায়। এমনিতেই রশ্মিকার সঙ্গে বিজয় দেবেরাকোণ্ডার প্রেমের গুঞ্জন। শোনা যায়, একে অপরকে নিয়ে বেশ সিরিয়াস তাঁরা। অন্য দিকে, রণবীর ঘোরতর সংসারী।

আলিয়া ও কন্যা রাহাকে নিয়ে সংসার তাঁর। দিন কয়েক আগে সস্ত্রীক ফুটবল খেলার মাঠেও দেখা গিয়েছিল অভিনেতাকে। কিন্তু হঠাৎ রশ্মিকার ঠোঁটে ঠোঁট রেখে রণবীরের নিবিড় চুম্বন!

তবে আলিয়া অনুরাগীদের চিন্তার বিশেষ কারণ নেই। ছবিটি রণবীর ও রশ্মিকা অভিনীত অ্যানিমাল ছবির ‘হুয়া ম্যায়’ গানের দৃশ্যে। ছবিটি পোস্ট করেছেন রশ্মিকা, লিখেছেন ‘আমার প্রিয় গান’।

বছরের প্রথমেই মুক্তি পেয়েছিল ছবির প্রচার ঝলক। সেখানে রণবীরকে দেখা বোঝাই যাচ্ছিল, অ্যাকশনে ভরপুর এই ছবিতে ভয়ঙ্কর সব কাণ্ড করছেন রণবীর কপূর।

আরো পড়ুন: সালমানকে জড়িয়ে থাকা মুখ লুকানো রহস্যময়ী কে!

রোম্যান্টিক হিরোর বর্ম ত্যাগ করে এ বার অ্যাকশনকেই আপন করলেন রণবীর। এই প্রথমবার রশ্মিকার সঙ্গে জুটি বাঁধছেন অভিনেতা। স্বাভাবিকভাবেই অনুরাগীদের মধ্যে উত্তেজনা রয়েছে এই নতুন জুটিকে বড় পর্দায় দেখার। তার মাঝেই দু’জনের এমন ছবি উৎসাহ যেন আরও কয়েক গুণ বাড়িয়ে দিল।

রশ্মিকা ছাড়াও এই ছবিতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অনিল কপূর, ববি দেওল, তৃপ্তি ডিমরির মতো তারকাদের। শোনা যাচ্ছে, চলতি বছরের ডিসেম্বরই মুক্তি পাবে এই ছবি।

যদিও ডিসেম্বরে আসছে শাহরুখ খানের এই বছরের তিন নম্বর ছবি ‘ডাঙ্কি’ও। তাই আদৌ একই মাসে রণবীরের এই ছবি মুক্তি পাবে কি না, সেই নিয়ে সিদ্ধান্ত নিতে পারেননি নির্মাতারা।

এসি/ আই.কে.জে


রণবীর রশ্মিকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন