মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজ রাষ্ট্রীয় শোক *** সংসদে সংরক্ষিত আসন চায় দলিত সম্প্রদায় *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নরেন্দ্র মোদির শোক *** সাগরিকার হ্যাটট্রিকে নেপালকে উড়িয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর শোক *** হাসপাতাল এলাকায় অহেতুক ভিড় না করার অনুরোধ প্রধান উপদেষ্টার *** নিরীহদের হয়রানি না করতে অনুরোধ গোপালগঞ্জ জেলা বিএনপির *** পাইলট বিমানটিকে জনবিরল এলাকায় নেওয়ার চেষ্টা করেন: আইএসপিআর *** বিসিবির সিদ্ধান্ত বদল, স্টেডিয়ামে খাবার নিয়ে ঢুকতে মানা *** বিমান দুর্ঘটনা থেকে অল্পের জন্য বাঁচলেন অভিনেত্রী সানা

‘বড় ধরনের বিনিয়োগে আগ্রহী মার্কিন ব্যবসায়ীরা’

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:৪২ অপরাহ্ন, ৩০শে আগস্ট ২০২৩

#

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। ছবি : সংগৃহীত

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বাংলাদেশের জ্বালানি খাতে বড় ধরনের বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা।

বুধবার (৩০ আগস্ট) মার্কিন ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে প্রতিমন্ত্রী এ তথ্য জানান। 

নসরুল হামিদ বলেন, যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। বাংলাদেশে উদার হাতে বিনিয়োগ করতে চান তারা। এ সরকারের ওপর আস্থাশীল বলেই তারা বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চান বলে জানান প্রতিমন্ত্রী।

তিনি আরও বলেন, পায়রায় আরেকটি ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনে মার্কিন কোম্পানি এক্সিলারেটরের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে জ্বালানি বিভাগ।

আরো পড়ুন: ‘ডিমের দাম বাণিজ্য মন্ত্রণালয় ঠিক করবে না’

এছড়া গভীর সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে এক্সন মবিলসহ আরও একটি মার্কিন কোম্পানি আগ্রহ দেখাচ্ছে।

এদিকে গভীর সমুদ্রে তেল ও গ্যাস অনুসন্ধানের আগ্রহ দেখিয়ে এ পর্যন্ত দুই দফায় প্রস্তাব পাঠিয়েছে এক্সন মবিল। প্রথম দফায় গত মার্চে পেট্রোবাংলার কাছে প্রস্তাব পাঠায় তারা। সরকারের উচ্চ পর্যায়ে এই নিয়ে আলোচনা হয় এবং বিষয়টি নিয়ে সামনে অগ্রসর হওয়ার নীতিগত সম্মতি নেয়া হয়।

আরো পড়ুন: টিসিবির জন্য তেল ও মসুর ডাল কিনছে সরকার

এই প্রক্রিয়ার অংশ হিসেবে জুলাইয়ে এক্সন মবিল আরও একটি প্রস্তাব পাঠায় জ্বালানি মন্ত্রণালয়ে।

প্রেসঙ্গত, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপক্ষীয় বাণিজ্যিক অংশীদারিত্বকে আরও গতিশীল করতে ইউএস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের ৪০ সদস্যের একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফর করছে।  

এসকে/


যুক্তরাষ্ট্র বাংলাদেশ পায়রা বন্দর প্রতিমন্ত্রী নসরুল হামিদ ব্যবসায়ী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন