মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজ রাষ্ট্রীয় শোক *** সংসদে সংরক্ষিত আসন চায় দলিত সম্প্রদায় *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নরেন্দ্র মোদির শোক *** সাগরিকার হ্যাটট্রিকে নেপালকে উড়িয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর শোক *** হাসপাতাল এলাকায় অহেতুক ভিড় না করার অনুরোধ প্রধান উপদেষ্টার *** নিরীহদের হয়রানি না করতে অনুরোধ গোপালগঞ্জ জেলা বিএনপির *** পাইলট বিমানটিকে জনবিরল এলাকায় নেওয়ার চেষ্টা করেন: আইএসপিআর *** বিসিবির সিদ্ধান্ত বদল, স্টেডিয়ামে খাবার নিয়ে ঢুকতে মানা *** বিমান দুর্ঘটনা থেকে অল্পের জন্য বাঁচলেন অভিনেত্রী সানা

যুদ্ধবিরতির পর হামলা চালানো নিয়ে যা বললেন নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:১৫ অপরাহ্ন, ২৯শে নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

প্যালেস্টাইন সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে শুক্রবার (২৪ নভেম্বর) প্রথমবারের মতো যুদ্ধবিরতিতে রাজি হয় ইসরায়েল। ওইদিন থেকে চারদিনের যুদ্ধবিরতি শুরু হয়। চারদিন শেষ হওয়ার আগেই বিরতির মেয়াদ আরো দুইদিন বৃদ্ধি করা হয়। 

বুধবার (২৯শে নভেম্বর) দ্বিতীয় দফা যুদ্ধবিরতির সময় শেষ হবে। তবে ধারণা করা হচ্ছে, যুদ্ধবিরতির মেয়াদ আরো বাড়তে পারে।

ইসরায়েল জানিয়েছে, যতদিন হামাস জিম্মিদের মুক্তি দিয়ে যাবে; ততদিন পর্যন্ত তারা যুদ্ধবিরতিতে থাকবে।

তবে একটি প্রশ্ন বারবার ওঠছে, যুদ্ধবিরতি শেষ হওয়ার পর কী দখলদার ইসরায়েলি সেনারা অবরুদ্ধ গাজা উপত্যকায় আবারো নির্বিচার হামলা শুরু করবে? নাকি লড়াই থামিয়ে রাখবে তারা।

আজ ‘স্পষ্ট’ করে এই প্রশ্নের উত্তর দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি এ ব্যাপারে একটি ভিডিও বার্তা দিয়েছেন। এতে বলেছেন, যুদ্ধের শুরুতে, আমি তিনটি লক্ষ্য ঠিক করেছি— হামাসকে নির্মূল করা, আমাদের সব জিম্মিকে ফিরিয়ে আনা এবং নিশ্চিত করা গাজা ইসরায়েলের জন্য আর কখনো হুমকি হবে না। এই তিনটি লক্ষ্য এখনো অুটট রয়েছে।

তিনি আরো বলেন, গত সপ্তাহে— আমরা খুব বড় একটি অর্জন পাই— অনেক জিম্মির বাড়ি ফিরে আসা। এক সপ্তাহ আগেও যেটি শুধু কল্পনা মনে হতো। কিন্তু আমরা এটি অর্জন করেছি। গত কয়েকদিন ধরে আমি একটি প্রশ্ন শুনছি, জিম্মিদের ফিরে আসার এই ধাপ শেষ হলে, ইসরায়েল কী লড়াইয়ে ফিরে যাবে? স্পষ্টভাবে আমার উত্তর হলো, ‘হ্যাঁ’।

আরো পড়ুন: গাজায় যুদ্ধবিরতির মেয়াদ আরো দুদিন বাড়লো

নেতানিয়াহু আরো বলেছেন, লক্ষ্য অর্জন শেষ না হওয়া পর্যন্ত আমরা লড়াইয়ে ফিরে যাব না, এ সুযোগ নেই। এটি আমার পলিসি। পুরো মন্ত্রীসভা এটির পেছনে আছে। পুরো সরকার এটির পেছনে আছে, সেনারা আছে, সাধারণ মানুষ আছে— আর এটিই আমরা করব।

সূত্র: আল জাজিরা, টিআরটি ওয়ার্ল্ড

এসকে/ 

গাজা ইসরায়েল হামাস বেঞ্জামিন নেতানিয়াহু প্যালেস্টাইন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন