বৃহস্পতিবার, ২৪শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৯ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের দৃষ্টান্তমূলক শাস্তি চায় বিএনপি *** আরও মামলায় গ্রেপ্তার ইনু-পলক-মমতাজ *** সমালোচনার মুখে বাংলাদেশ ব্যাংকের ‘ড্রেস কোড’ প্রত্যাহার *** সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনকাঠামো আসছে, পে কমিশন গঠন *** স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক: উপদেষ্টা আসিফ *** গ্রেপ্তারের ১২ ঘণ্টার মধ্যে পরিবারকে জানাতে হবে *** হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে বাসায় ফিরলেন খালেদা জিয়া *** ১০ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কিনতে রিটার্ন লাগবে না *** ঝুঁকিপূর্ণ সব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা চায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ইসিকে চিঠি *** বাংলাদেশ ব্যাংকে নারীদের শর্ট স্লিভ ড্রেস ও লেগিংস নিষেধ, পরতে হবে শালীন পোশাক-হিজাব

রশ্মিকা, আলিয়ার পরে এবার শিকার প্রিয়ঙ্কা চোপড়া

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২৬ অপরাহ্ন, ৬ই ডিসেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

এবার ডিপফেকের শিকার প্রিয়ঙ্কা চোপড়া জোনাস। তবে এবার আর ভিডিও নয়, নায়িকার ভুয়া অডিও ছড়িয়ে পড়ল সমাজমাধ্যমের পাতায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে এখন নতুন ত্রাস ডিপফে‌ক ভিডিও। গত নভেম্বর মাসে ডিপফেক ভিডিওতে শিকার হয়েছেন রশ্মিকা মন্দনা, ক্যাটরিনা কইফ, কাজল ও আলিয়া ভট্ট। এ বার সেই তালিকায় জুড়লো প্রিয়ঙ্কার নাম।

সামাজিক যোগাযোগমাধ্যমে  ছড়িয়ে পড়া সেই অডিওতে যাঁর কণ্ঠ শোনা যাচ্ছে, তা প্রিয়ঙ্কার কণ্ঠ বলে মনে হলেও আদপে তা প্রযুক্তির কারসাজি। প্রিয়ঙ্কার একটি ভিডিও বেছে নিয়ে তার সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে সেই ভুয়া অডিও। 

সব মিলিয়ে তৈরি করা হয়েছে এমন একটি ক্লিপিং, যাতে মনে হচ্ছে এক সংস্থার হয়ে বিজ্ঞাপন করছেন প্রিয়ঙ্কা। এমনকি, ওই ক্লিপিংয়ে নিজের বার্ষিক আয়ের হদিসও দিয়েছেন আন্তর্জাতিক তারকা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ওই ক্লিপিং দেখে নেটাগরিকদের অনেকের দাবি, ডিপফেকের কোপে এ ভাবে প্রভাবিত হতে পারে বিনোদন সংক্রান্ত ব্যবসা।

গত মাসের শুরুর দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে পাতায় ছড়িয়ে পড়েছিল অভিনেত্রী রশ্মিকা মন্দনার ডিপফেক ভিডিও। অন্য এক মহিলার ভিডিওতে বসানো হয়েছিল রশ্মিকার মুখ। নেটমাধ্যমে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছিল সেই আপত্তিকর ভিডিও। তার কয়েক দিন পরেই ডিপফেক ভিডিওর কোপে পড়েন অভিনেত্রী ক্যাটরিনা কইফ ও কাজল। 

আরো পড়ুন: জীবন একটাই, বিয়েও একবারই : কনকচাঁপা

‘টাইগার ৩’ ছবিতে স্নানপোশাকে ক্যাটের ছবিকে বিকৃত করে ছড়িয়ে দেওয়া হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। অন্য দিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে পাতায় ভাইরাল হয় এমন একটি ভুয়া ভিডিও, যাতে দেখা যায় ক্যামেরার সামনেই নিজের পোশাক খুলছেন কাজল। তার পরেই ডিপফেকের শিকার হন অভিনেত্রী আলিয়া ভট্ট। 

সেই ভিডিওতে একটি খোলামেলা পোশাকে দেখা গিয়েছিল তাঁকে। সেই পোশাক পরে আপত্তিকর অঙ্গভঙ্গি করতে দেখা যায় তাঁকে। ভিডিও থেকেই স্পষ্ট, ওই মহিলা আদৌ আলিয়া নন। আধুনিক প্রযুক্তির কারসাজির সাহায্যে আলিয়ার মুখ বসানো হয়েছিল ওই ভিডিওতে। 

এসি/ আই.কে.জে



রশ্মিকা প্রিয়ঙ্কা চোপড়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন