সোমবার, ২১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জুলাই যোদ্ধাদের জন্য সরকারি চাকরিতে কোটা থাকছে না *** কুমিল্লা বোর্ডে স্থগিত এইচএসসি পরীক্ষা ১২ই আগস্ট *** এবার তিন নির্বাচনে দায়িত্ব পালন করা কর্মকর্তাদের তথ্য চেয়ে ডিসিদের চিঠি *** ৪৮তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৫২০৬ *** খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত নেতানিয়াহু *** বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক: গোপালগঞ্জে প্রশাসন চাইলে রক্তপাত এড়ানো যেত *** পাকিস্তানকে উড়িয়ে ৯ বছর পর জিতল বাংলাদেশ *** এক ব্যক্তি প্রধানমন্ত্রী, সংসদ নেতা ও দলীয় প্রধান হওয়ার বিষয়ে তিন দলের ভিন্ন প্রস্তাব *** এত ‘নির্দোষ, নিরপরাধ, নিষ্পাপ’ সরকার আমি দেখিনি: দেবপ্রিয় ভট্টাচার্য *** গণগ্রেপ্তারের অভিযোগ এনে কোটালীপাড়ায় বিএনপির সংবাদ সম্মেলন

সরকার পদত্যাগ করলে সংলাপ হবে: ফখরুল

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:০৬ অপরাহ্ন, ১৬ই অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

সংলাপের বিষয়ে আওয়ামী লীগ বলছে কোনো শর্ত থাকতে পারবে না, তবে বিএনপিও কোনো অবৈধ সরকারের সঙ্গে সংলাপে বসবে না বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১৬ অক্টোবর) সরকার পতনের একদফা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে যুবদলের উদ্যোগে আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, সাংবিধানিকভাবে সরকার বৈধ নয়। সংলাপের জন্য সবার আগে সরকারকে পদত্যাগ করতে হবে।

নির্বাচনের আগে সরকারকে পদত্যাগের আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, এদের (আওয়ামী লীগ) মুখে রাম রাম শোভা পায় না। আগে পদত্যাগ করেন, সংসদ বিলুপ্ত করেন, নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা দেন। তাদের অধীনে নির্বাচন হবে।

এ সময় খালেদা জিয়ার বিচার প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে যে বিচারকরা আদেশ দিয়েছেন, তাদের জনগণের কাছে জবাবদিহি করতে হবে।

নিরপেক্ষ সরকারের অধীনেই আগামী নির্বাচন হবে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, আমাদের পেছনে ফিরে তাকানোর সুযোগ নেই। একটাই লক্ষ্য সরকারের পতন ঘটাতে হবে।

আরো পড়ুন: আর কতো মিথ্যা বলবেন, মির্জা ফখরুলকে কাদের

সমাবেশে বিএনপি নেতারা বলেন, সামনের আন্দোলনে আঘাত এলে, পাল্টা আঘাত করতে হবে। ভাঙতে হবে আন্দোলনে আইনি ব্যারিকেড।

এদিকে যুব সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকেই ব্যানার, প্ল্যাকার্ড হাতে মিছিল নিয়ে পল্টনে জড়ো হন নেতাকর্মীরা। ঢাকার বাইরের জেলাগুলো থেকেও যুবদলের নেতাকর্মীরা আসেন সমাবেশে। দুপুর নাগাদ কানায় কানায় পূর্ণ হয়ে যায় সমাবেশস্থল।

এসকে/

বিএনপি আওয়ামী লীগ মির্জা ফখরুল ইসলাম আলমগীর অবৈধ সরকার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন