বৃহস্পতিবার, ২৪শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৯ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আরও মামলায় গ্রেপ্তার ইনু-পলক-মমতাজ *** সমালোচনার মুখে বাংলাদেশ ব্যাংকের ‘ড্রেস কোড’ প্রত্যাহার *** সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনকাঠামো আসছে, পে কমিশন গঠন *** স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক: উপদেষ্টা আসিফ *** গ্রেপ্তারের ১২ ঘণ্টার মধ্যে পরিবারকে জানাতে হবে *** হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে বাসায় ফিরলেন খালেদা জিয়া *** ১০ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কিনতে রিটার্ন লাগবে না *** ঝুঁকিপূর্ণ সব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা চায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ইসিকে চিঠি *** বাংলাদেশ ব্যাংকে নারীদের শর্ট স্লিভ ড্রেস ও লেগিংস নিষেধ, পরতে হবে শালীন পোশাক-হিজাব *** সচিবালয়ে ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে ১২০০ জনের বিরুদ্ধে মামলা

সালমান এফ রহমানের সঙ্গে বাল্যবন্ধু পাকিস্তান প্রেসিডেন্ট আলভির দেখা, বললেন ক্ষমা চাইতে

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১৭ অপরাহ্ন, ৪ঠা জুলাই ২০২৩

#

বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন, পাকিস্তানের রাষ্ট্রপতি ড. আরিফ আলভি ও প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। ছবি: টুইটার

দুই দেশের সম্পর্কের উন্নতির স্বার্থে মুক্তিযুদ্ধের সময় নৃশংসতার জন্য পাকিস্তানের পক্ষ থেকে বাংলাদেশের কাছে ক্ষমা প্রার্থনা করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। পবিত্র হজ পালনের সময় সৌদি আরবের মদিনায় বাল্যবন্ধু পাকিস্তানের প্রেসিডেন্ট ড. আরিফ আলভির সঙ্গে সাক্ষাতের সময় ক্ষমা চাওয়ার প্রসঙ্গ তোলেন বলে তিনি জানান।

সোমবার (৩ জুলাই) এক টুইটে সালমান এফ রহমান বলেন, ‘পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভির সঙ্গে মসজিদে নববীতে একটি আনন্দঘন সাক্ষাৎ হয়েছে। আমার ১২ বছর বয়সে আমাদের শেষ দেখা হয়েছিল। এই সাক্ষাতে শৈশবের অনেক স্মৃতি মনে পড়ে গেল। আমি তাঁকে বলেছি, দুই দেশের সম্পর্কের উন্নতি করতে ১৯৭১ সালে যা ঘটেছিল তার জন্য পাকিস্তানের পক্ষ থেকে একটা ক্ষমা প্রার্থনার প্রয়োজন আমাদের। আমরা পবিত্র নগরীতে মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করেছি।’

টুইটের সঙ্গে সালমান মদিনায় তোলা তিনজনের একটি ছবি যুক্ত করেন। ছবির তৃতীয় ব্যক্তিটি ছিলেন বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।

আরো পড়ুন:বিএনপি ঐতিহ্যগতভাবে গণতন্ত্র বিরোধী ও ষড়যন্ত্র নির্ভর রাজনৈতিক দল: ওবায়দুল কাদের

মদিনায় তোলা দুটি ছবি যুক্ত করে টুইটে আরিফ আলভি বলেন, ‘‘বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে তাঁর মক্কা, মিনা ও মদিনায় ‘ভালো আলাপ’ হয়েছে।’ টুইটে সালমান এফ রহমানকে বাল্যবন্ধু হিসেবে অভিহিত করে আরিফ আলভি বলেন, দুই বন্ধুর এই সাক্ষাৎ হয়েছে ৬০ বছর পর।

এম/ আই. কে. জে/ 


বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন পাকিস্তান উপদেষ্টা সালমান এফ রহমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন