বৃহস্পতিবার, ২৪শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৮ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশ ব্যাংকে নারীদের শর্ট স্লিভ ড্রেস ও লেগিংস নিষেধ, পরতে হবে শালীন পোশাক-হিজাব *** সচিবালয়ে ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে ১২০০ জনের বিরুদ্ধে মামলা *** জলবায়ু পরিবর্তন নিয়ে ঐতিহাসিক রায় দিলেন বিশ্ব আদালত *** প্রধান উপদেষ্টার সঙ্গে বিমানবাহিনীর প্রধানের সাক্ষাৎ *** এইচএসসির স্থগিত পরীক্ষা একই দিনে হচ্ছে না, নতুন রুটিন প্রকাশ *** বাগমারা বিদ্যালয়ের নাম বদল, নতুন নাম শহীদ জিয়া বিদ্যালয় *** মতপার্থক্য থাকলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্য আরও দৃশ্যমান করার আহ্বান প্রধান উপদেষ্টার *** রক্ষণাবেক্ষণের কাজে কর্ণফুলী টানেলে ৪ দিন যান চলাচল সীমিত থাকবে *** শুল্কে সুবিধা পেতে আমেরিকার গম বাড়তি দামে কিনবে সরকার *** টুঙ্গিপাড়ায় ২৮২ জনের বিরুদ্ধে পুলিশের মামলা

স্মার্টফোনের কোন অ্যাপ ক্ষতিকর, জানাবে গুগল

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২৭ অপরাহ্ন, ২৪শে অক্টোবর ২০২৩

#

প্রতীকী ছবি

স্মার্টফোনে অসংখ্য অ্যাপ ব্যবহার করা হয় নিয়মিত। এমনকি যখন যেটা দরকার প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিচ্ছেন। তবে এর মধ্যে অনেক অ্যাপ আছে যেগুলো ক্ষতিকর ফোনের জন্য। তবে এখন গুগল আপনাকে জানিয়ে দেবে কোন অ্যাপ ভালো আর কোন অ্যাপ খারাপ।

অ্যান্ড্রয়েড ফোনে সাইডলোড অ্যাপ ব্যবহার করতে দিতে এত দিন নারাজ ছিল গুগল। এই নিয়ে ব্যবহারকারীদের একাধিক বার সাবধানও করেছে তারা। সাইডলোড অ্যাপের অর্থ হল থার্ড পার্টি অ্যাপ। এখন থেকে অ্যান্ড্রয়ডে সাইডলোড অ্যাপ স্ক্যান করবে গুগল।

গুগল প্লে স্টোর থেকে অনেকেই বিভিন্ন কারণে থার্ড পার্টি অ্যাপ ডাউনলোড করে ব্যবহার করেন। যা ফোনের জন্য খুবই ক্ষতিকর। অনেক সময় এসব ভুয়া অ্যাপ থেকে ম্যালওয়্যার ছড়ায় হ্যাকাররা। এরপর ফোনের ব্যক্তিগত নানান তথ্য হ্যাক করে। এতে আর্থিক ক্ষতির মুখেও পড়তে হয় অনেককে।

এখন এসব সাইডলোড অ্যাপ ব্যবহার নিরাপদ কি না, তা-ও জানাবে গুগল। তবে অনেকে মনে করছেন যে, এভাবে সাইডলোড অ্যাপের উপরেও গুগল নিয়ন্ত্রণ নিতে চায়। এক বার কিংবা দু’বার শর্ত লঙ্ঘন করলেই আর অ্যাপে অ্যাক্সেস করা যাবে না। তবে সাইডলোড অ্যাপ স্ক্যান করতে পারলে গুগল অনেক ম্যালওয়্যার বাদ দিতে পারবে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

এসকে/ 


স্মার্টফোন ক্ষতিকর গুগল আ্যাপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন