সোমবার, ২১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাগরিকার হ্যাটট্রিকে নেপালকে উড়িয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর শোক *** হাসপাতাল এলাকায় অহেতুক ভিড় না করার অনুরোধ প্রধান উপদেষ্টার *** নিরীহদের হয়রানি না করতে অনুরোধ গোপালগঞ্জ জেলা বিএনপির *** পাইলট বিমানটিকে জনবিরল এলাকায় নেওয়ার চেষ্টা করেন: আইএসপিআর *** বিসিবির সিদ্ধান্ত বদল, স্টেডিয়ামে খাবার নিয়ে ঢুকতে মানা *** বিমান দুর্ঘটনা থেকে অল্পের জন্য বাঁচলেন অভিনেত্রী সানা *** জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনা মুলতবি *** বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক *** আগামীকাল একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

১৭ বছর পর শোচনীয় হার ভারতের

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৩৩ অপরাহ্ন, ১৪ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

দীর্ঘ ১৭ বছর পর ওয়েস্ট ইন্ডিজের সাথে সিরিজ হারলো ভারত। গতকাল স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের সাথে টি-২০ ম্যাচে ৮ উইকেটে শোচনীয় পরাজয় বরণ করে তারা। 

ফ্লোরিডায় আয়োজিত এই ম্যাচে ভারত প্রথমে ব্যাট করে ১৬৬ রানের টার্গেট দিয়েছিল। ওয়েস্ট ইন্ডিজ ১৮ ওভারে ২ উইকেট হারিয়েই তা সহজে হাসিল করে নেয়। ম্যাচটি বৃষ্টির কারণে বেশ কয়েকবার স্থগিত রাখা হয়েছিল। ১৭ বছর পর 

রোভম্যান পাওয়েলের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল পাঁচ ম্যাচের এই টি-২০ সিরিজ যে ভারতকে ৩-২ ব্যবধানে হারিয়ে ইতিহাস সৃষ্টি করেছ। 

প্রথম দিকে উইন্ডিজের শুরুটা বেশ খারাপই হয়েছিল। আর্শদীপ সিংয়ের বলে দ্বিতীয় ওভারেই ফিরে যান কাইল মেয়ার্স (১০)। এরপর ব্রেন্ডন কিং এব নিকোলাস পুরান ভারতের ইনিংস সামলান। তাঁদের মধ্যে দ্বিতীয় উইকেটে ১০৭ রানের পার্টনারশিপ গড়ে ওঠে। পুরান ৩৫ বলে ৪৭ রান করেছেন। ১৪ ওভারে তিলক বর্মা তাঁকে আউট করে দেন।

এরপর কিং ও শাই হোপের মধ্যে ৫২ রানের পার্টনারশিপ গড়ে ওঠে। কিং ৫৫ বলে ৮৫ রানে অপরাজিত থাকেন। অন্যদিকে হোপ ১৩ বলে ২২ রানে অপরাজিত থাকেন।

ভারত ২০ ওভারে ৯ উইকেটে ১৬৫ রান করেছে। সূর্যকুমার যাদব ৪৫ বলে ৬১ রান করেছিলেন। তিলক বর্মা ১৮ বলে ২৭ রান করেন। এই দুই ব্যাটার ছাড়া আর কোনও ভারতীয় ক্রিকেটার ১৫ রানের গণ্ডি টপকাতে পারেননি। টস জিতে ভারতীয় দল ব্যাট করতে নামলেও শুরুটা তাদের একেবারেই যাচ্ছিল।

যশস্বী জয়সওয়াল (৫) এবং শুভমান গিল (৯) তিন ওভারের মধ্যেই প্যাভিলিয়নে ফিরে যান। সূর্য এবং তিলক বর্মা তৃতীয় উইকেটে ৪৯ রানের পার্টনারশিপ গড়ে তোলেন। এবং ভারত ৬০ রানের চৌকাঠ অতিক্রম করে। অষ্টম ওভারে আউট হয়ে যান তিলক বর্মা।

উল্লেখ্য, এই সিরিজের প্রথম দুটি ম্যাচে ভারত হেরে গেলেও তারপর দুর্দান্ত কামব্যাক করেছিল। শনিবার চতুর্থ টি-২০ ম্যাচে ভারত ৯ উইকেটে জয়লাভও করে। কিন্তু, ভারতের পঞ্চম ম্যাচটা হেরে গিয়ে হাতছাড়া হয়ে গেল সিরিজ।

আর.এইচ 

ভারত ওয়েস্ট ইন্ডিজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন