সদ্য বিদায়ী ২০২৩ সালে প্রবাসীরা দেশে ২১ দশমিক ৮২ বিলিয়ন ডলার পাঠিয়েছেন। ২০২২ সালে দেশে রেমিট্যান্স আয় ছিল ২১ দশমিক ২৮ বিলিয়ন ডলার ও ২০২১ সালে তা ছিল ২১ দশমিক ৭৪ বিলিয়ন ডলার। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক জানান, ২০২৩ সালের শেষ মাসে প্রবাসীরা ১৯০ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে, গত ডিসেম্বরে রেমিট্যান্স এসেছিল এক দশমিক ৯৩ বিলিয়ন ডলার। এটি এর আগের মাসের তুলনায় এক দশমিক ৫৫ শতাংশ কম।
আই. কে. জে/