সোমবার, ২১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

২৮ অক্টোবর থেকে কার্যক্রম সচল হবে সোনাহাট স্থলবন্দরের

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:০২ অপরাহ্ন, ১৬ই অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

দুর্গাপূজা উপলক্ষে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সোনাহাট স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম সাত দিন বন্ধ থাকবে। পরে ২৮ অক্টোবর থেকে বন্দরের সব কার্যক্রম চালু থাকবে।

সোমবার (১৬ অক্টোবর) দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সরকার রকিব আহমেদ জুয়েল।

তার সই করা চিঠিতে বলা হয়, হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম একটি ধর্মীয় উৎসব দুর্গাপূজাকে সামনে রেখে সোনাহাট স্থলবন্দরের পণ্য আমদানি-রপ্তানিসহ সব ব্যবসায়িক কার্যক্রম ২১ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে। এছাড়া পরদিন শুক্রবার সরকারি ছুটি থাকায় ২৮ অক্টোবর থেকে বন্দরের সব কার্যক্রম চালু থাকবে।

সোনাহাট স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) মোহাম্মদ রহুল আমীন বলেন, দুর্গোৎসব উপলক্ষে সরকারি ছুটিসহ মোট সাতদিন বন্দরের কার্যক্রম বন্ধ থাকবে। এ বিষয়ে একটি চিঠি ইস্যু করা হয়েছে।

এসকে/

কুড়িগ্রাম দুর্গাপূজা সোনাহাট স্থলবন্দর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন