মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজ রাষ্ট্রীয় শোক *** সংসদে সংরক্ষিত আসন চায় দলিত সম্প্রদায় *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নরেন্দ্র মোদির শোক *** সাগরিকার হ্যাটট্রিকে নেপালকে উড়িয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর শোক *** হাসপাতাল এলাকায় অহেতুক ভিড় না করার অনুরোধ প্রধান উপদেষ্টার *** নিরীহদের হয়রানি না করতে অনুরোধ গোপালগঞ্জ জেলা বিএনপির *** পাইলট বিমানটিকে জনবিরল এলাকায় নেওয়ার চেষ্টা করেন: আইএসপিআর *** বিসিবির সিদ্ধান্ত বদল, স্টেডিয়ামে খাবার নিয়ে ঢুকতে মানা *** বিমান দুর্ঘটনা থেকে অল্পের জন্য বাঁচলেন অভিনেত্রী সানা

‘দাম নিয়ন্ত্রণে আনতে ডিম-আলু আমদানি করা হচ্ছে’

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৩৫ অপরাহ্ন, ১১ই নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

দেশে আলু ও ডিম আমদানি করা হয় না। শুধু পেঁয়াজ আমদানি করতে হয়। কিন্তু এখন দাম বৃদ্ধি ও ঘাটতি দেখা দেওয়ায় ডিম-আলুর আমদানি উন্মুক্ত করে দেওয়া হয়েছে। আমদানি শুরুর পর দামও কমতে শুরু করেছে। এসব কথা বলেছেন সিনিয়র বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ।

শনিবার (১১ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শহরের অম্বিকা মেমোরিয়াল হলে টিসিবির পণ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, পেঁয়াজের দাম এখন বাংলাদেশের মতন ভারত, মায়ানমারেও বেশি। তাই দাম কমানো সম্ভব হচ্ছে না। তবে ডিসেম্বরে মুড়ি কাটা পেঁয়াজ যখন বাজারে চলে আসবে তখন দাম কমবে।

পৌরসভার ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শামীম হোসেনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক রামানন্দ পাল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটন ঢালী, ফরিদপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ প্রমুখ।

ফরিদপুরে ৭৭ হাজার ৬০৫ জনের ভেতর টিসিবির পণ্য বিতরণ করা হচ্ছে। ৪৭০ টাকার প্যাকেজে থাকছে দুই কেজি তেল, দুই কেজি ডাল ও পাঁচ কেজি চাল।

এসকে/ 

বাণিজ্য আমদানি ডিম-আলু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন